E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সৈয়দপুেরর ২৪ জনকে একমাস করে কারাদণ্ড

২০১৯ মার্চ ২১ ১৫:২৫:৫০
সৈয়দপুেরর ২৪ জনকে একমাস করে কারাদণ্ড

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর শহরের সুরকি মিল (ভাগাড়) সংলগ্ন এলাকায় অবস্থিত অনুমোদনপ্রাপ্ত মদভাটিতে বুধবার (২০ মার্চ) বিকেলে এক অভিযান পরিচালনা করা হয়েছে।  সৈয়দপুর উপজেলা প্রশাসনের ওই অভিযানে মদভাটি থেকে ২৪ মদ্যপায়ীকে আটক করা হয়েছে। যাদের মদভাটিতে মদ পানের কোন কার্ড নেই। একই দিনের সন্ধ্যায় আটককৃতদের প্রত্যেককে একমাসের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।

জানা গেছে, সৈয়দপুর শহরের উল্লিখিত এলাকায় একটি অনুমোদনপ্রাপ্ত মদভাটি রয়েছে। যা ইজারাদার কর্তৃক পরিচালিত হয়ে থাকে। ওই মদভাটি পরিচালনার একটি একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সেটি খোলা থাকবে। আর সেখান থেকে কেবলমাত্র কার্ডধারী মদ্যপায়ীসহ হরিজন (সুইপার) সম্প্রদায়ের মানুষের মধ্যে মদ সরবরাহ করার নিয়ম। কিন্তু দীর্ঘদিন যাবৎ সৈয়দপুর শহরের অনুমোদনকৃত মদভাটির ইজারাদার সরকারি নিয়মনীতি উপেক্ষা করে মদভাটি পরিচালনা করছিল। দিন রাত মিলে সব সময়েই ওই মদভাটি খোলা থাকে। যেখানে কিনা শহরের বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সের মানুষ অবাধে দেশীয় বাংলা মদ সংগ্রহ করে পান করেন।

এমন তথ্যে বুধবার(২০শে মার্চ)বিকেলে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. গোলাম কিবরিয়া নেতৃত্বে মদভাটিতে অভিযান চালিয়ে সেখান থেকে ২৪ জন মদ্যপায়ীকে আটক করা হয়। যাদের মদ পানের কোন কার্ড নেই। পরে ভ্রাম্যমান আদালতে আটককৃতদের প্রত্যেককে এক মাসের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. গোলাম কিবরিয়া এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার। পরে দন্ডপ্রাপ্তদের নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।এ অভিযানে সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা, ওসি (তদন্ত)আতাউর রহমানসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী অংশ
নেন।

সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বলেন, ২০০৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন তাদেও সাজা দেয়া হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।

(এস/এসপি/মার্চ ২১, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test