E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কৃষকের মৃত্যু : বৈদ্যুতিক ফাঁদ ব্যবহারে নিষেধাজ্ঞা

২০১৯ মার্চ ২১ ১৫:৫৫:১৫
কৃষকের মৃত্যু : বৈদ্যুতিক ফাঁদ ব্যবহারে নিষেধাজ্ঞা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : কোন ভাবেই বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করা যাবে না। বৈদ্যুতিক ফাঁদ ব্যবহারের মাধ্যমে কৃষকদের ধান ক্ষেতের ইঁদুর মারার উপর নিষেধাজ্ঞা আরোপ করে আগৈলঝাড়া পল্লী বিদ্যুৎ অফিসের উদ্যোগে মাইকিংসহ ব্যাপক প্রচারণা। জন সচেতনতা বৃদ্ধি, ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা পরিষদ, থানা প্রশাসন, কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ঠ ইউপি চেয়ারম্যানদের পত্র দিয়েছেন পল্লী বিদ্যুৎ ডেপুটি জেনারেল ম্যনেজার।

পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন আগৈলঝাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. হযরত আলী জানান, ধান ক্ষেতসহ সবজি ক্ষেতে ইঁদুরের উপদ্রব ঠেকাতে কৃষকেরা তাদের জমিতে বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করে ইঁদুর মারার চেষ্টা করেন।

বৈদ্যুতিক ফাঁদ মানুষ ও গৃহপালিত পশু পাখির জন্য অত্যান্ত ঝুকিপূর্ণ। অসাবধানতা ও বৈদ্যুতিক ফাঁদের কথা না জানার কারণে কৃষকসহ লোকজন ওই ফাঁদে পড়ে গুরুতর আহত হচ্ছে। এমনকি ওই ফাঁদে কৃষকদের মৃত্যুর কারণ হয়ে দাড়িয়েছে। সম্প্রতি ওই রকম বৈদ্যুতিক ফাঁদে পরে চেগুটিয়া গ্রামের কৃষক আব্বাস ঘরামী জমিতে ইদুঁর মারার ফাঁদে পরে মারা যায়। বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার আইনগতভাবে অবৈধ এবং দন্ডনীয় অপরাধ। এই ফাঁদ জনগনের যান মালের ব্যাপক ক্ষতিসাধন করে আসছে। বৈদ্যুতিক ফাঁদ ব্যবহারে নিরুতসাহিত করতে বৃহস্পতিবার উপজেলা সদরসহ বিভিন্ন এলকায় মাইকিং করে ব্যাপক প্রচারণা চালিয়েছে বিদ্যুৎ বিভাগ।

ডিজিএম আরও জানান, বৈদৃীতক ফাঁদ ব্যবহার না করার জন্য এবং সচেতনতা বাড়াতে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা কৃষি কর্মকর্তা, অফিসার ইনচার্জ (ওসি) সংশ্লিষ্ট চেয়ারম্যানদের গত তিন মাস আগে চিটি প্রদান করা হয়েছে। বিষয়টি নিয়ে উপজেলা পরিষদের সভায়ও বিস্তারিত তুলে ধরা হয়েছে।

(টিবি/এসপি/মার্চ ২১, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test