E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১০ টাকা কেজির চাল ওজনে কম দেয়ায় ডিলারশীপ বাতিল

২০১৯ মার্চ ২১ ১৬:০২:৪৬
১০ টাকা কেজির চাল ওজনে কম দেয়ায় ডিলারশীপ বাতিল

বরিশাল প্রতিনিধি : খাদ্য বান্ধব কর্মসূচির ১০টাকা কেজির চাল ওজনে কম দেয়ার অভিযোগে বৃহস্পতিবার দুপুরে জেলার গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের ডিলার জহিরুল ইসলামের ডিলারশীপ বাতিল করেছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জানা গেছে, নলচিড়া ইউনিয়নে তালিকাভূক্ত ৭৭৫জন হতদরিদ্র পরিবারের মাঝে ১০টাকা কেজি দরে ৩০কেজি করে চাল বিতরনের কার্ড বিতরন করা হয়। সেখানকার ডিলার নিয়োগ করা হয় জহিরুল ইসলাম নামের এক ব্যাক্তিকে। গৌরনদী খাদ্য অফিস সূত্রে জানা গেছে, ২০১৬ সাল থেকে খাদ্য বান্ধব কর্মসূচি প্রকল্প চালু হওয়ার পর থেকে নলচিড়া ইউনিয়নে চাল বিতরণে ডিলার নিয়োগ দেয়া হয়েছিল বর্তমান ডিলার জহিরুলের ভাই ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি সদস্য মোঃ জাকির হোসেনকে। ২০১৬ সালে ২৮ অক্টোবর চাল বিতরনে ওজনে কম দেয়ার অভিযোগে জাকির হোসেনের ডিলারশীপসহ তার জামানাত বাজেয়াপ্ত করা হয়। পরবর্তীতে রাজনৈতিক তদবিরে জাকির হোসেন নিজের নাম পরিবর্তন করে তার ছোট ভাই জহিরুল ইসলামের নামে ডিলারশীপ নেন।

সুবিধাভোগীরা অভিযোগ করেন, বুধবার থেকে ইউনিয়নে মার্চ মাসের চাল বিতরণ শুরু হয়। সকাল থেকে ৩০কেজির স্থলে সাড়ে ২৭ থেকে ২৮কেজি করে চাল দেয়ায় সুবিধাভোগিরা ক্ষুব্ধ হয়ে উঠেন। তাৎক্ষনিক বিষয়টি ভূক্তভোগীরা স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ট্যাগ কর্মকর্তাকে অবহিত করেন।

নলচিড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম হাফিজ মৃধা বলেন, খাদ্য বান্ধব কর্মসূচীর সুবিধাভোগিরা বিভিন্ন সময় এসে ওজনে কম দেয়ার বিষয়টি আমাকে জানান। ডিলারের বিরুদ্ধে কার্ডধারীদের অভিযোগ সম্পর্কে আমি সংশ্লিষ্ট কর্মকর্তাকে অবহিত করেছি।

নলচিড়া ইউনিয়নের ট্যাগ কর্মকর্তা ও উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা অনিতা রানী মজুমদার বলেন, ওজনে কম দেয়ার অভিযোগ পেয়ে আমি অভিযোগের সত্যতা যাচাই করে বিষয়টি উপজেলা খাদ্য পরিদর্শক অশোক কুমার চৌধুরীকে জানাই।

উপজেলা খাদ্য পরিদর্শক অশোক কুমার চৌধুরী বলেন, আমি ও উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা সুভাষ চন্দ্র পাল ঘটনাস্থলে গিয়ে প্রতিবস্তায় ৩০কেজির পরিবর্তে ২৮কেজি করে চাল পেয়েছি। পরবর্তীতে তাৎক্ষনিতভাবে চাল বিতরণ বন্ধ করে দিয়েছি।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিয়ে খাদ্য বান্ধব কর্মসূচির উপজেলা কমিটির জরুরী সভায় নলচিড়া ইউনিয়নের ডিলার জহিরুল ইসলামের ডিলারশীপ বাতিল করা হয়েছে।

ওজনে কম দেয়ার অভিযোগ অস্বীকার করে জহিরুল ইসলাম বলেন, খাদ্য গুদাম থেকে তাকে যেভাবে ৩০কেজির চালের বস্তা দেয়া হয়েছে, তিনি সেইভাবেই চাল বিতরণ করেছেন। সেখানে ওজনে কম হলে তার দায়ভার খাদ্য গুদামের কর্মকর্তাদের। বিষয়টি তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমানকে অবহিত করেছেন। তিনি বিষয়টি দেখবেন বলেও জহিরুল ইসলাম উল্লেখ করেন।

(টিবি/এসপি/মার্চ ২১, ২০১৯)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test