E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিভিল সার্জনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি!

২০১৯ মার্চ ২১ ১৬:২৯:১০
সিভিল সার্জনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি!

রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : টাঙ্গাইলে সিভিল সার্জন ডা. শরীফ হোসেন খানের বিরুদ্ধে ১৯ মার্চ দুর্নীতি সংক্রান্ত সংবাদ প্রকাশ করায় বুধবার (২০ মার্চ) সকালে দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি রঞ্জন কৃষ্ণ পন্ডিতকে মুঠোফোনে সিভিল সার্জন প্রাণনাশের হুমকি দেয়। এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানায় একটি সাধারণ ডায়েরী (নং- ১১৮৮, তারিখ- ২০/০৩/২০১৯ ইং) করা হয়েছে।

প্রকাশ, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. শরীফ হোসেন খান এর বিরুদ্ধে ঠিকাদারী প্রতিষ্ঠান ময়মনসিংহ সার্ভিসেস লি. এর স্বত্বাধিকারী বেনজির রশিদ তার দেয়া ৮টি বিডি (পে-অর্ডার) আত্মসাতের অভিযোগ করেছেন। টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউট সোর্সিং জনবল নিয়োগের নিমিত্তে জেলা সিভিল সার্জন অফিস দরপত্র আহবান করলে ওই দরপত্রের বিপরীতে ময়মনসিংহ সার্ভিসেস লি. ৮টি পে-অর্ডার (চঙঅ২১০৩২০৮ ......... ১৫) এর মাধ্যমে গত ২৭/১১/১৮ ইং তারিখে ৭০ হাজার টাকা করে মোট ৫ লাখ ৬০ হাজার টাকা প্রদান করেন।

ঠিকাদার বেনজির রশিদ কার্যাদেশ না পাওয়ায় দেয় পে-অর্ডার ৮টি ফেরৎ চাইলে সিভিল সার্জন বিভিন্ন অজুহাতে তাকে ঘুরাতে থাকে। এতে তার সন্দেহ হলে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন সিভিল সার্জন তার সরকারী নিজস্ব হিসাব থেকে ওই ৫ লাখ ৬০ হাজার টাকা উত্তোলন করেছেন।

এ বিষয়ে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. শরীফ হোসেন খান মুঠোফোনে বলেন, একজন সাংবাদিকের অনুরোধে তিনি ওই পে-অর্ডারগুলো সরকারী হিসাব থেকে উত্তোলন করে সাংবাদিক রেফাজকে দেই। তিনি এ ঘটনার সংবাদ করতে নিষেধ করেন এবং সংবাদ প্রকাশ করলে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেন।

(আরকেপি/এসপি/মার্চ ২১, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test