E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে স্কুলছাত্রীকে পাশবিক নির্যাতনের অভিযোগ

২০১৯ মার্চ ২১ ১৬:৫৪:৫৮
চাটমোহরে স্কুলছাত্রীকে পাশবিক নির্যাতনের অভিযোগ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে শিশু শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রী পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে চাঁদ আলী (১৮) নামে এক লম্পট কিশোরের বিরুদ্ধে। সোমবার বিকেলে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চকভবানীপুর (শাহপুর) গ্রামে এ ঘটনা ঘটে। 

মঙ্গলবার শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অভিযুক্ত চাঁদ আলী একই এলাকার কমর আলীর ছেলে। এ ঘটনায় শিশুটির নানা বাদী হয়ে চাটমোহর থানায় একটি লিখিত অভিযোগ দিলে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। এদিকে শিশুটির বাবা-মা দু’জনেই ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। খবর পেয়ে কর্মস্থল থেকে তারা মঙ্গলবার ছুটে আসেন বাড়িতে।

শিশুটির বাবা অভিযোগ করে জানান, স্বামী-স্ত্রী পোশাক কারখানায় একসঙ্গে কাজ করার সুবাদে মেয়েকে নানার বাড়ি রেখে দীর্ঘদিন ধরে তারা কর্মস্থলে বসবাস করেন। সোমবার দুপুরে ভোটের দিন বাড়িতে লোকজন কম থাকায় মেয়েকে খেলনা বানিয়ে দেওয়ার কথা বলে প্রতিবেশী চাঁদ আলী তাদের বাড়িতে নিয়ে যায়। পরে শোবার ঘরে নিয়ে গিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক পাশবিক নির্যাতন চালায় এবং এই কথা কাউকে বললে তাকে প্রাণনাশের হুমকি দেয়। এরপর মঙ্গলবার সকালে শিশুটির রক্তক্ষরণ শুরু হলে সে নানা-নানীকে বিষয়টি খুলে বলে। পরে স্বজনরা তাকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদিকে ঘটনা জানাজানি হওয়ার পর থেকে এলাকা ছেড়ে পালিয়েছে লম্পট চাঁদ আলী নামের ওই কিশোর।

বুধবার দুপুরে চাটমোহর হাসপাতালে গিয়ে দেখা যায় পাশবিক নির্যাতনের শিকার শিশুটি হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে। মাঝে মধ্যেই ভয়ে আতকে উঠছে শিশুটি। এ সময় তার মা অশ্রুসিক্ত নয়নে বলেন, ‘আমার ছোট্ট মেয়ে কি অপরাধ করেছিল ওর কাছে? আমি ওর (চাঁদ আলী) ফাঁসি চাই।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পপি রানী কুন্ডু বলেন, ‘শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরীক্ষা-নীরিক্ষার পর শিশুটি পাশবিক নির্যাতনের শিকার হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হয়েছে।’

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ মোঃ নাসীর উদ্দিন বলেন, ‘অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। থানায় মামলা দায়ের হয়েছে এবং অভিযুক্ত চাঁদ আলীকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।’


(এসএইচএম/এসপি/মার্চ ২১, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test