E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে প্রাথমিকের সহকারী শিক্ষকদের মানববন্ধন

২০১৯ মার্চ ২১ ১৭:২৫:৩৭
বাগেরহাটে প্রাথমিকের সহকারী শিক্ষকদের মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলার ৯টি উপজেলায় সরকারী প্রাথমিকের বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বেতন বৈষম্য নিরসনে ১১তম গ্রেডসহ তিন দফা দবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন। বৃহস্পতিবার দুপুরে পৃথক-পৃথক ভাবে প্রতিটি উপজেলায় তারা মানববন্ধন ও সমাবেশ শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কেরেন। 

শিক্ষকদের তিন দফা দাবি হচ্ছে, সরকারী প্রাথমিকের বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কেল প্রধান শিক্ষকের পরের ধাপে (১১তম গ্রেড) নির্ধারণ, সহকারী শিক্ষক পদকে এন্ট্রিপদ ধরে যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পরিচালক পর্যন্ত পদোন্নতি প্রদান এবং প্রাথমিক শিক্ষকদের নন-ভ্যাকেশনাল ডিপার্টমেন্ট কর্মচারীদের সমমর্যাদা ও সুযোগ-সুবিধা প্রদান।

শরণখোলা উপজেলায় তিন শতাধিক শিক্ষক প্রায় এক ঘন্টা মানববন্ধন ও সমাবেশ করেন। এসময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন শিক্ষক নেতা মো. আলমগীর হোসেন, মো. জাকির হোসেন, নজরুল ইসলাম, নাছির উদ্দিন মুক্তা, মিজানুর রহমান, নান্না মিয়া, আবুল বাশার ও ছদরুল হাসান। শিক্ষক নেতারা তাদের বক্তব্যে বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সব দিক থেকেই বৈষম্যের শিকার।

অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুঁটি দুই দিন। এমনকি তারা বেতনের পাশাপাশি অতিরিক্ত সুযোগ-সুবিধাও ভোগ করে থাকেন। অথচ, জাতিগঠনে যারা নিরলস কাজ করছেন তাদের বেলায় সরকার উদাসীন। যতোদিন পর্যন্ত সহকারী শিক্ষকদের ন্যায্য দাবি পুরণ না হবে, ততদিন শান্তিপূর্ণভাবে তাদের এই কর্মসূচী চলবে বলে শিক্ষক নেতারা জানান।

মানববন্ধন ও সমাবেশের পর প্রধানমন্ত্রী বরাবর এক স্মারকলিপি শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাসের কাছে হস্তান্তর করেন শিক্ষক নেতারা।

(এসএকে/এসপি/মার্চ ২১, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test