E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সাতক্ষীরার সংসদ সদস্য রবি প্রেসক্লাবে অবাঞ্ছিত

২০১৯ মার্চ ২১ ১৮:১১:৫২
সাতক্ষীরার সংসদ সদস্য রবি প্রেসক্লাবে অবাঞ্ছিত

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবিকে সাতক্ষীরা প্রেসক্লাবে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তাকে সাতক্ষীরা প্রেসক্লাবের কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে না ।

বৃহস্পতিবার সাতক্ষীরা প্রেসক্লাবের এক জরুরি সাধারণ সভায় এই সিদ্ধান্ত নিয়েছেন সাংবাদিকরা। একই সাথে চাঁদাবাজির রিপোর্ট করায় সাতক্ষীরা প্রেসক্লাব ও স্থানীয় দুটি পত্রিকায় হামলা ও ভাংচুর করার হুমিকি দেওয়ায় জেলা ছাত্রলীগের বিরুদ্ধে থানায় জিডি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আবু আহমেদ এর সভাপতিত্বে এক বিশেষ সাধারণ সভায় এই সিদ্ধান্ত ঘোষনা করা হয়। সভায় জানানো হয় ঢাকার একটি পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক অনুষ্ঠানে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবিকে প্রধান অতিথি করা হয়।

তিনি অনুষ্ঠানে উপস্থিত হয়ে কয়েকজন সাংবাদিকের নাম ধরে অশোভন ভাষায় মন্তব্য করেন। এর কিছুদিন আগে তিনি একইভাবে প্রেসক্লাবের অপর এক অনুষ্ঠানে অশালীন মন্তব্য করেন। এসবের প্রতিবাদ জানিয়ে সাংবাদিকরা তাকে এখন থেকে সাতক্ষীরা প্রেসক্লাবে কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত নেন। তারা তাকে সাতক্ষীরা প্রেসক্লাবে অবাঞ্ছিত ঘোষণা করেন।

একই সাথে বিষয়টি অভিযোগ আকারে প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার বরাবর স্মারকলিপি দেওয়ারও সিদ্ধান্ত নেন সাংবাদিকরা। অপরদিকে চাঁদাবাজি বিষয়ক রিপোর্ট করায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগ স্থানীয় দুটি পত্রিকা অফিস ও প্রেসক্লাব গুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ায় তাদের বিরুদ্ধে থানায় জিডি এবং বিষয়টি জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রিয় ছাত্রলীগকে জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

সাধারণ সভায় আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী , সাংবাাদিক সুভাষ চৌধুরী, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি মনিরুল ইসলাম মিনি, সাবেক সভাপতি আনিসুর রহিম, প্রথম আলোর কল্যাণ ব্যানার্জি, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, সাবেক সাধারন সম্পাদক রুহুল কুদ্দুস, অধ্যক্ষ আশেক ই এলাহি, ইয়ারব হোসেন, রামকৃষ্ণ চক্রবর্তী, আবুল কাসেম, আবদুল জলিল, দিলীপ কুমার দেব, শেখ মাসুদ হোসেন, কাজী শওকত হোসেন ময়না, এম জিল্লুর রহমান প্রমুখ সাংবাদিক।

(আরকে/এসপি/মার্চ ২১, ২০১৯)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test