E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত

২০১৯ মার্চ ২১ ১৮:২৫:৫৯
মাগুরায় আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত

মাগুরা প্রতিনিধি : র‌্যালি, মানববন্ধন ও সমাবেশের মধ্য দিয়ে মাগুরায় আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত হয়েছে । এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ ট্য়া শহরের নোমানী ময়দান থেকে একটি র‌্যালী বের হয় ।

র‌্যালি শেষে মাগুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় । মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দলিত সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি বলরাম বসাক, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস মন্টু, জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবতী ও জেলা পুজা উদযাপন পরিষদের সহ-সভাপতি দেব দুলাল শিকদার প্রমুখ ।

সমাবেশে বক্তারা বলেন, আমরা দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী জাতি,বর্ণ ও পেশাভিত্তিক বৈষমের শিকার হচ্ছি । আমাদের দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর ৮ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানাছি ।

বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্টী অধিকার আন্দোলন মাগুরা জেলা শাখা ও দলিত সমাজ কল্যাণ ফাউন্ডেশন যৌথ উদ্যোগে এ দিবসের আয়োজন করে । মানববন্ধনে দলিত সমাজের শতাধিক নারী-পুরুষ অংশ নেয় ।

(ডিসি/এসপি/মার্চ ২১, ২০১৯)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test