E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিসিসির মেয়রের উদ্যোগ ৫০ শতাংশ কমলো নলকূপ ফি

২০১৯ মার্চ ২১ ১৮:২৯:১৬
বিসিসির মেয়রের উদ্যোগ ৫০ শতাংশ কমলো নলকূপ ফি

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশাল সিটি কর্পোরেশনের বিএনপি দলীয় সাবেক মেয়র আহসান হাবিব কামাল কর্তৃক নগরীতে নলকূপ স্থাপনের চার্জ ৫০শতাংশ কমিয়ে দিয়েছেন বর্তমান সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। একই সাথে পরিচ্ছন্নতা কর্মী যারা ৩০দিন কাজ করেন তাদের বেতন সাড়ে সাত হাজার টাকা থেকে বাড়িয়ে নয় হাজার টাকা করা হয়েছে।

একইসাথে নগরীর ঝাউতলা দ্বিতীয় গলির নামকরণ হবে একুশে পদক প্রাপ্ত গুনিজন নিখিল সেনের নামে। ২২ মার্চ এর নামফলক উদ্বোধণ করা হবে। এছাড়া এখন থেকে প্রতিবছর অন্তত একজন মেধাবী শিক্ষার্থীকে নিখিল সেনের নামকরণে বৃত্তি দেয়া হবে।

বৃহস্পতিবার বিসিসি’র নির্ভরযোগ্য সূত্রে তথ্যের সত্যতা নিশ্চিত করে জানানো হয়, গত ২০ মার্চ সন্ধ্যায় বিসিসি’র পরিষদের অনুষ্ঠিত বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ। সূত্রমতে, ২০১৭ সালের ৩১ মে তৎকালীন পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী তৎকালীন সিটি মেয়র আহসান হাবিব কামাল নগরীতে দেড় ইঞ্চি গভীর নলকূপ স্থাপনের জন্য ফি নির্ধারণ করেছিলেন আবাসিক খাতে ২৫ হাজার টাকা, বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক খাতে ৩০ হাজার টাকা। এটি নগরীর সাধারণ নাগরিকদের জন্য অনেকটা দুসাধ্য হয়ে যায়। মেয়র সাদিক আব্দুল্লাহ নগরবাসীর কষ্ট লাঘবে ওই ফি আবাসিক, বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক খাতে শতকরা ৫০ ভাগ কমিয়ে ১৫ হাজার টাকা করেছেন।

একইভাবে সাবেক মেয়র কামাল দুই ইঞ্চি ডায়ার গভীর নলকূপ ফি আবাসিক খাতে ৩০ হাজার টাকা, বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক খাতে ৪০ হাজার টাকা ধার্য করে গেছেন। সেটিকে অর্ধেক কমিয়ে এখন থেকে ১৫ ও ২০ হাজার টাকা করা হয়েছে।

সাবেক মেয়র আহসান হাবিব কামাল তিন ইঞ্চি ডায়ার গভীর নলকূপ ফি আবাসিক খাতে ৩০ হাজার টাকা, বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক খাতে ৫০ হাজার টাকা ধার্য করে গেছেন। সেটিকেও অর্ধেক কমিয়ে এখন থেকে ১৫ ও ২৫ হাজার টাকা করা হয়েছে। চার ইঞ্চি ডায়ার গভীর নলকূপ ফি আবাসিক খাতে ৫০ হাজার টাকা, বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক খাতে ৮০ হাজার টাকা ধার্য করা হলেও সেটিকে অর্ধেক কমিয়ে এখন থেকে ২৫ ও ৪০ হাজার টাকা করা হয়েছে। ছয় ইঞ্চি ডায়ার গভীর নলকূপ ফি আবাসিক খাতে দেড় লাখ টাকা, বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক খাতে আড়াই লাখ টাকা ধার্য করে গেছেন। সেটিকে অর্ধেক কমিয়ে এখন থেকে ৭৫ হাজার টাকা ও সোয়া লাখ টাকা করা হয়েছে। বর্ধিত এলাকার জন্য এই সুবিধা আরও সম্প্রসারিত থাকবে।

সূত্রে আরও জানা গেছে, নগরীতে নলকূপ স্থাপনে বর্ধিত টাকা সবগুলোই ধার্য করা হয়েছিলো বিএনপি দলীয় মেয়র আহসান হাবিব কামালের সময়ে। তাদের ধার্যকরা আইন বাস্তবায়ন করতে গিয়ে মেয়র সাদিক আব্দুল্লাহ অনুধাবন করেন এতে করে নগরবাসীর দুর্ভোগ হচ্ছে। আর তাই নগরবাসীকে দুশ্চিন্তা ও দুর্ভোগের হাত থেকে রক্ষা করতে নলকূপ স্থাপন বাবদ সব চার্জ অর্ধেকে নামিয়ে আনা হয়। পাশাপাশি এখন থেকে নগরীতে নলকূপ স্থাপন করতে হলে অবশ্যই বিসিসির অনুমতি নিতে হবে।

সূত্রমতে, ২০১৬ সালের ২৪ জানুয়ারি তৎকালীন মেয়রের নেতৃত্বে অনুষ্ঠিত সভায় নগরীকে তিনটি অঞ্চলে ভাগ করে হোল্ডিং ট্যাক্স ধার্য্য করা হয়। তিন অঞ্চল হলো-মূল শহর, মধ্যম শহর এবং বর্ধিত শহর। সেক্ষেত্রে দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও অফিসের ভাড়া মূল শহরে প্রতি বর্গফুট দালান পাঁচ টাকা এবং আধা পাকা ও অন্যান্য সাড়ে তিন টাকা, মধ্যম শহরের ক্ষেত্রে প্রতি বর্গফুট দালান চার টাকা এবং আধা পাকা ও অন্যান্য তিন টাকা, বর্ধিত শহরের ক্ষেত্রে প্রতি বর্গফুট দালান সাড়ে তিন টাকা এবং আধা পাকা ও অন্যান্য আড়াই টাকা ধার্য্য করা হয়।

এ ক্ষেত্রে আবাসিকের জন্য (রাস্তা আট ফুটের উপরে) মূল শহরে দালান সাড়ে তিন টাকা এবং মধ্যম শহরে (রাস্তা সরু গলি বা ৮ ফুটের কম) দালান আড়াই টাকা এবং আধা পাকা ও অন্যান্য দুই টাকা ধার্য্য করা হয়। সেমি পাকা ঘরের জন্য (প্রশস্থ রাস্তা) মূল শহরে প্রতি বর্গফুট দুই টাকা এবং মধ্যম শহরে প্রতি বর্গফুট দেড় টাকা ধার্য্য করা হয়। সরু গলির ক্ষেত্রে সেমি পাকা মূল শহর ও মধ্যম শহর উভয়ক্ষেত্রে প্রতি বর্গফুট দেড় টাকা ধার্য্য করা হয়। টিনের ঘরের ক্ষেত্রেও প্রতি বর্গফুট হোল্ডিং ট্যাক্স হবে দেড় টাকা। বিগত পরিষদ এটিকে আইনে রূপান্তরিত করে গেছে। বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন-নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখতে যে সকল পরিচ্ছন্নতা কর্মী নিরলসভাবে ৩০দিন কাজ করে যাচ্ছেন তাদের বেতন সাড়ে সাত হাজার টাকার পরিবর্তে এখন থেকে হবে নয় হাজার টাকা।

(টিবি/এসপি/মার্চ ২১, ২০১৯)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test