E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খাদ্য নিরাপত্তা ও উদ্বাস্তুদের পুনর্বাসনের দাবীতে পিরোজপুরে মানববন্ধন পালিত

২০১৪ জুলাই ২৪ ১৫:১৮:৩৩
খাদ্য নিরাপত্তা ও উদ্বাস্তুদের পুনর্বাসনের দাবীতে পিরোজপুরে মানববন্ধন পালিত

পিরোজপুর প্রতিনিধি : উপকুলীয় জনপদ সুরক্ষায় জলবায়ু উদ্বাস্তদের পুনর্বাসন, জলাবদ্ধতা দুরীকরন ও খাদ্য নিরাপত্তার  দাবীতে পিরোজপুরে মানববন্ধন পালিত পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় একযোগে উপকুলীয় ৬টি জেলা ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, বাগেরহাট ও সাতক্ষীরায় দক্ষিণ-পশ্চিম উপকুলীয় উন্নয়ন আন্দোলনের আয়োজনে মানববন্ধন পালিত হয়েছে। পিরোজপুর জেলা উন্নয়ন কমিটির বাস্তবায়নে টাউন ক্লাব সড়কে অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসুচিতে অবিলম্বে পানিবন্দি মানুষকে রক্ষায় জরুরীব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়ে এবং জলাবদ্ধতা নিরসনসহ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে বক্তব্য রাখেন, জেলা উন্নয়ন নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক গৌতম রায় চৌধুরী, শিক্ষক নেতা অধ্যাপক আলমগীর হোসেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা সভাপতি জাহাঙ্গির হোসেন নান্না, পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন ও মিনারা বেগম, জেলা মহিলা পরিষদের সভাপ্রধান মনিকা মন্ডল, সাংবাদিক-সাংস্কৃতিক কর্মী খালিদ আবু, জেলা উন্নয়ন নাগরিক কমিটির সদস্য সচিব মইনুল আহসান মুন্না, আফজাল হুসাইন লাভলু প্রমুখ।

(এসএ/অ/জুলাই ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test