E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আ. লীগ নেতা কর্মীদের মুক্তির দাবিতে দেবহাটা থানা ঘেরাও

২০১৯ মার্চ ২২ ১৭:১১:০৩
আ. লীগ নেতা কর্মীদের মুক্তির দাবিতে দেবহাটা থানা ঘেরাও

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : আটককৃত নেতা কর্মীদের মুক্তির দাবিতে সাতক্ষীরার দেবহাটা থানা ঘেরাও করেছে স্থানীয় উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। শুক্রবার সকাল ৮টা থেকে পাঁচঘণ্টাব্যাপি দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক স ম গোলাম মোস্তফার সাতজন কর্মী-সমর্থককে আটকের প্রতিবাদে তারা থানা ঘেরাও করে অবস্থান ধর্মঘট পালন করে।

থানা ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়েছেন আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অ্যাড. স ম গোলাম মোস্তফা, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নেওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও সখীপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, দেবহাটা সদর ইউপির চেয়ারম্যান আবু বকরসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অ্যাড. স ম গোলাম মোস্তফা জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ কোন কারণ ছাড়াই পারুলিয়া ইউপির ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সখিপুর ইউপির ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, ওয়ার্ড যুবলীগের সভাপতি রায়হান, মনিরুল ইসলাম, আবুল কাশেম, রাজু আহম্মেদসহ ৭ জনকে আটক করে।

তিনি বলেন, পুলিশ অন্যায়ভাবে কোন কারণ ছাড়াই ভোটের মাত্র দুদিন আগে নেতা-কর্মীদের আটক করায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিক্ষুব্ধ হয়ে থানা ঘেরাও করে। পরে পাঁচজনকে মুক্তি, রাজু ও রায়হানের মামলার জামিনের কাগজ দেখানো হলে তাদেরকে মুক্তি দেওয়া হবে এমন শর্তে দুপুর একটার দিকে তারা অবরোধ তুলে নেন।

এ ব্যাপারে কথা বলার জন্য দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহা বলেন মামলা আছে এমন অভিযোগে সাতজনকে আটক করা হয়। পরে যাঁচাই বাছাই করে পাঁচজনকে মুক্তি দেওয়ার পর অবরোধ তুলে নেওয়া হয়।

প্রসঙ্গত, ২৪ মার্চ দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

(আরকে/এসপি/মার্চ ২২, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test