E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাতৃপ্রধান অঞ্চল থেকেই মা সমাবেশ শুরু করেছি 

২০১৯ মার্চ ২২ ১৭:৩০:৩০
মাতৃপ্রধান অঞ্চল থেকেই মা সমাবেশ শুরু করেছি 

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রানালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন বলেন, বাংলাদেশের একটি মাতৃ প্রধান অঞ্চল থেকেই মা সমাবেশ শুরু করেছি,আজকে মন্ত্রনালয় থেকে দ্বায়িত্ব নেওয়ার পর আমার প্রথম মা সমাবেশ এইটি। আজকে সারা বিশ্বে বিশ্ব মানবতার মা বলা হচ্ছে জননেত্রী শেখ হাসিনাকে, জননেত্রী শেখ হাসিনাকে গরীব দুখী মেহনতী মানুষের নয়নের মনি বলা হচ্ছে। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ হয়েছে, উন্নত বাংলাদেশ হবে। 

শুক্রবার দুপুরে শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানসন্মত প্রাথমিক শিক্ষা অর্জনে সামাজিক উদ্ধোধকরণ/সচেতনাতামূলক মতবিনিময় সভা ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যেতিনিএসব কথা বলেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে হালুয়াঘাট ডিএস আলীম মাদ্রাসা চত্বরে ময়মনসিংহ জেলা প্রসাশক ড.সুভাষ চন্দ্র বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ-১ আসনের সাংসদ জুয়েল আরেং,অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবীর, প্রাথমিক শিক্ষা ময়মনসিংহ বিভাগের বিভাগীয় উপ-পরিচালক আনোয়ার হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ খাঁন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, হালুয়াঘাট পৌরসভার মেয়র খায়রুল আলম ভূঞা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রানালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন’র সহধর্মিনী সুরাইয়া সুলতানা।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কবীরুল ইসলাম বেগ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, সহকারী কমিশনার (ভুমি) লুৎফুন্নাহার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলহাজ্ব হুসাইন মোহাম্মদ ফারুক, অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম তালুকদার প্রমূখ।

এ ছাড়াও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্ধসহ শিক্ষক/শিক্ষীকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মা সমাবেশে উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডসহ সরকারের শিক্ষা ক্ষেত্রে বিশাল পরিকল্পনার কথা উল্লেখ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রধান শিক্ষক বোরহান উদ্দিন ও আশিক মাহামুদ খান।

(জেসিজি/এসপি/মার্চ ২২, ২০১৯)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test