E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আশাশুনিতে প্রতিপক্ষ প্রার্থীর কর্মী সমর্থকদের উপর হামলা

২০১৯ মার্চ ২২ ১৮:২৬:৩৮
আশাশুনিতে প্রতিপক্ষ প্রার্থীর কর্মী সমর্থকদের উপর হামলা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. শহীদুল ইসলাম পিণ্টুর আনারস প্রতীককে সমর্থন করায় উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক সুজন কুমার সানাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিমের নৌকা প্রতীকের নেতা কর্মীরা। 

পরে তার ঘরবাড়ি ও ঠাকুর ঘর ভাঙচুর করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় সুজন সানাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আশাশুনি উপাজেলার খাজরা ইউনিয়নের ফটিকখালি গ্রামের সুজন কুমার সানা জানান, আগামি ২৪ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. শহীদুল ইসলাম পিণ্টুর আনারস প্রতীকের সমর্থক। এতে ক্ষুব্ধ ছিলেন এবিএম মোস্তাকিমের নৌকা প্রতীকের সমর্থক স্থানীয় জনপ্রতিনিধি শাহানেওয়াজ ডালিমসহ কয়েকজন।

এরই জের ধরে শুক্রবার সকাল নয়টার দিকে ডালিম চেয়ারম্যানের নেতৃত্বে কালাম, লিটু, আফজাল, মোখলেছুর, রব্বানী সরদার, মিলন, আনিছুর রহমান ও অর্জুনসহ ১১জন তাদের বাড়িতে হামলা চালায়। প্রথমে তাকে অপহরণের চেষ্টা করা হয়। পরে ডালিম তার মাথায় দা দিয়ে কুপিয়ে জখম করার পর অন্যরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। ডালিম মোবাইল ফোনে ডেকে এনে শতাধিক নৌকা সমর্থককে দিয়ে তার বাড়ি ঘর ও মন্দির ভাঙচুর করায়।

আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম পিণ্টু জানান, এ ধরণের হামলার ঘটনায় তিনি গত মঙ্গলবার সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করলেও হামলা অব্যহত রয়েছে।
খাজরা ইউপি চেয়ারম্যান শাহানেওয়াজ ডালিম জানান, সুজন কুমার সানাকে (৩৫) কে বা কারা মেরেছে এটা তিনি শুনেছেন। তার বা নৌকা প্রতীকের প্রার্থীর কর্মী সমর্থকদের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও মারপিটের অভিযোগ সঠিক নয়।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ জানান, বিষয়টি তার জানা নেই। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

(আরকে/এসপি/মার্চ ২২, ২০১৯)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test