E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাতীয় স্কুল ক্রিকেট : খুলনা বিভাগে চ্যাম্পিয়ন বাগেরহাট কলেজিয়েট স্কুল

২০১৯ মার্চ ২২ ১৮:৩৪:১৫
জাতীয় স্কুল ক্রিকেট : খুলনা বিভাগে চ্যাম্পিয়ন বাগেরহাট কলেজিয়েট স্কুল

বাগেরহাট প্রতিনিধি : বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে খুলনা বিভাগের খেলায় যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুলকে ১৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল।

শুক্রবার বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে প্রতিদ্বন্ধিতাপূর্ন খেলার বাগেরহাট বহুমুখি কলেজিয়েট স্কুল প্রথমে ব্যাট করতে নেমে ২৮ ওভার ১ বলে ১০ উইকেটে ১০৩ রান করে। দলের পক্ষে শাওন শেখ ৩১ রান করে। বিপক্ষ যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল দলের হাসানুর রহমান ৬টি ও তানভির ইসলাম তাজ ২টি উইকেট নেয়।

দ্বিতীয়ার্ধে যশোর বোর্ড স্কুল দল খেলতে নেমে ৪০ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে ভুবন দেবনাথ ২১ রান করে। বিপক্ষ বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের আকাশ ৩টি শাওন শেখ ও রাকিব শিকদার ২টি করে উইকেট পায়। ফাইনাল খেলার ম্যানঅবদ্যা ম্যাচ হয়েছে চ্যাম্পিয়ন দলের শাওন শেখ।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বাগেরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম। জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি শেখ হায়দার আলী বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিতি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সরদার ওমর ফারুক।

(এসএকে/এসপি/মার্চ ২২, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test