E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরার চার উপজেলায় নির্বাচনী সরঞ্জাম বিতরণ, ভোট কাল

২০১৯ মার্চ ২৩ ১৬:৪৮:৪৬
মাগুরার চার উপজেলায় নির্বাচনী সরঞ্জাম বিতরণ, ভোট কাল

মাগুরা প্রতিনিধি : মাগুরার চারটি উপজেলা তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের লক্ষে আজ শনিবার নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। মাগুরা সদর উপজেলা পরিষদ চত্ত্বরে সহকারি রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান সদর উপজেলার নির্বাচনী সরঞ্জাম বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সদর এসিল্যান্ড শতীষ চন্দ্র সরকার, উপজেলা নির্বাচন অফিসার অলিউল ইসলাম প্রমুখ। একই ভাবে জেলার অন্য তিন উপজেলা পরিষদ থেকে নির্বাচন সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

জেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, জেলার চারটি উপজেলায় ২৪ মার্চ সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট ২৭৭ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ১১১টি কেন্দ্রে , শ্রীপুরে ৫৫টি, শালিখায় ৫২টি এবং মহম্মদপুরে ৫৯টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এ নির্বাচনে চার উপজেলায় মোট ভোটার সংখ্য ৬ লক্ষ ৮৫ হাজার ৫৯৫ জন। এর মধ্যে সদর উপজেলায় ২ লক্ষ ৭৯ হাজার ৮১০ জন, শ্রীপুরে ১ লক্ষ ২৮ হাজার ৬২৮ জন, শালিখায় ১ লক্ষ ২৪ হাজার ৭৯৪ জন এবং মহম্মদপুর উপজেলায় ১ লক্ষ ৫২ হাজার ৩৬৩ জন ভোটার রয়েছে।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে ২ দুইজন পুলিশ, ১২ জন আনসার সদস্য নিয়োজিত থাকবে। এ ছাড়া র‌্যাবের ৪টি টহল টিম, ৬ প্লাটুন বিজিবি, জুডিশিয়াল ম্যাজিস্ট্রিটের নেতৃত্বে ৪টি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৪টিসহ মোট ৮টি ভ্রাম্যমান আদালত তাদের দায়িত্ব পালন করবেন।

(ডিসি/এসপি/মার্চ ২৩, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test