E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অবশেষে অনুষ্ঠিত হল গৌরীপুরে প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী নিয়োগ পরীক্ষা

২০১৯ মার্চ ২৩ ১৭:০৪:৫৪
অবশেষে অনুষ্ঠিত হল গৌরীপুরে প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী নিয়োগ পরীক্ষা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : চাকুরী প্রার্থীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে অনুষ্ঠিত হলো ময়মনসিংহের গৌরীপুরে প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী নিয়োগ পরীক্ষা। 

দীর্ঘ সাড়ে তিন বছরে ৩ দফা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর উপজেলার ৬২টি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম নৈশ প্রহরী পদে নিয়োগ পরীক্ষা শুক্রবার (২২ মার্চ) অনুষ্ঠিত হয়েছে। গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। মামলা জনিত কারণে সহনাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা স্থগিত রয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম প্রহরী নিয়োগের জন্য ২৩/০৩/১৫ ইং তারিখে ১ম দফা ও ১৫/০৬/১৭ ইং তারিখে ২য় দফায় নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়। ১ম বার নানান জটিলতার কারণে ও ২য় দফায় মামলা জনিত কারণে এ নিয়োগ প্রক্রিয়ার কার্যক্রম স্থগিত হয়ে যায়।

সর্বশেষ ২০/০২/১৯ ইং তারিখে নতুন নীতিমালার আলোকে উল্লেখিত ৬২টি বিদ্যালয়ে দপ্তরী কাম নিশ প্রহরী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও নিয়োগ কমিটির সদস্য সচিব শফিকুল ইসলাম খান। এ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের আবেদনের শেষ সময়সীমা ছিল ০৬/০৩/১৯ ইং তারিখ। এতে নতুন করে আবেদন করেন ১১৩ জন। তিন দফায় মোট ৪৮৩ জন প্রার্থী লিখিত পরীক্ষার বৈধ প্রার্থী হিসাবে মনোনীত হন। তবে শুক্রবার লিখিত পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৩৬ জন।

জানতে চাইলে নিয়োগ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম বলেন, ২০১৫ সালে যারা আবেদন করেছিলেন তাদের অনেকেই পরীক্ষায় অংশ গ্রহণ করেননি। কেউ কেউ ইতোমধ্যে অন্য চাকরিতে যোগদান করেছেন।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রার্থী জানিয়েছেন তারা শোনেছেন- যাদের চাকরী দেওয়া হবে কোন একটি প্রভাবশালী মহল তাদের নামের তালিকা ইতোমধ্যে চূড়ান্ত করে রেখেছে, তাই অনেকে হতাশ হয়ে লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করেনি। প্রবেশপত্র না পাওয়ারও অভিযোগ করেছেন অনেকের। ৭০ নম্বরের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামি ২৫ মার্চ ও ৩০ নম্বরের মৌখিক পরীক্ষা গ্রহণ শুরু হবে ২৭ মার্চ থেকে।

(এসআইএম/এসপি/মার্চ ২৩, ২০১৯)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test