E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্বাধীনতা দিবস উপলক্ষে নওগাঁয় ‘লং রান’ 

২০১৯ মার্চ ২৩ ১৭:১৫:২০
স্বাধীনতা দিবস উপলক্ষে নওগাঁয় ‘লং রান’ 

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় “লং রান ফর ডেভলপমেন্ট বাংলাদেশ” অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শনিবার সকাল ৮টায় এই লং রান  প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শহরের সার্কিট হাউস চত্বর থেকে এ দৌড় প্রতিযোগিতা শুরু হয়। নওগাঁ ষ্টেডিয়াম পর্যন্ত প্রায় ছয় কিলোমিটারের এই দৌড় প্রতিযোগিতায় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী প্রায় সহস্রাধিক মানুষ অংশ গ্রহণ করেন। সার্কিট হাউজে জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান এই দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন। পুরুষদের জন্য সার্কিট হাউজ থেকে এবং মহিলাদের জন্য দৌড় শুরু হয় সদর উপজেলা পরিষদ চত্বর থেকে।

নওগাঁ সার্কিট হাউজে শুরুর স্থান থকে সর্বশেষ স্থান ষ্টেয়িাম পর্যন্ত অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ শ্লোগানে বর্তমান সরকারের ঘোষিত পাঁচটি ভিশন সম্বলিত ৫টি ষ্টল প্রতিষ্ঠা করা হয়েছে। এগুলো হচ্ছে কাজির মোড়ে এলাকায় স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ২০১৯ মধ্যম আয়ের দেশ, মুক্তিরেেমাড় এলাকায় এসডিজি ২০৩০ উন্নয়ন জংশন, পুরনো বাস ষ্ট্যান্ড এলাকায় সোনার বাংলা ২০৪১ উন্নত দেশ, তাজের মোড় এলাকায় ২০৭১ স্বাধীনতার ১০০ বছর পুর্তি সমৃদ্ধির সর্বোচ্চ শিখর এবং নওগাঁ ষ্টেডিয়ামে শেষ প্রান্তে ২১০০ ডেল্টা প্লান নিরাপদ ব-দ্বীপ।

এই দৌড়ে অংশগ্রহনকারীরা যে কোন পয়েন্ট থেকে অংশগ্রহণ করতে পারবেন। পুরুষরা সার্কিট হাউস থেকে ষ্টেডিয়াম পর্যন্ত এবং মহিলাদের সদর উপজেলা পরিষদ চত্বর থেকে ষ্টেডিয়াম পর্যন্ত দৌড় সম্পন্ন করলেই কেবলমাত্র প্রতিযোগিতার আওতায় এনে পুরুষ এবং মহিলাদের উভয়দের সর্বোচ্চ ৩০ জন প্রতিযোগিকে পুরস্কৃত করা হবে। তবে অংশগ্রহনকারীরা যে কোন পয়েন্ট থেকে অংশগ্রহন করতে পারবেন আবার যে কোন পয়েন্টে এসে তাঁর দৌড় শেষ করতে পারবেন। আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হবে।

উল্লেখ্য, সকাল ৮টায় নওগাঁ সার্কিট হাউসের সামনে শহরের প্রধান সড়কে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেড গোলাম মো. শাহনেওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায় প্রমুখ। এই রান প্রতিযোগিতায় বিভিন্ন পয়েন্ট থেকে প্রায় ১ হাজার পুরুষ এবং প্রায় শতাধিক নারী দৌড়বিদ অংশগ্রহন করেন।

(বিএম/এসপি/মার্চ ২৩, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test