E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বাগেরহাট সদর উপজেলা নির্বাচনে সব কেন্দ্রে ইভিএমে ভোট

২০১৯ মার্চ ২৩ ১৮:১১:৫৫
বাগেরহাট সদর উপজেলা নির্বাচনে সব কেন্দ্রে ইভিএমে ভোট

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলা নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন।

শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন কমিশন ইভিএম পদ্ধতির ব্যবহার সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন। আগামী ৩১ মার্চ অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে ৯১টি ভোট কেন্দ্রের সবকটিতে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। ওই অবহিতকরণ সভায় জেলার কর্মরত বিভিন্ন গনমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের প্রশিক্ষণপ্রাপ্তরা দু’জন স্থানীয় ভোটারকে হাজির করে ইভিএম এর মাধ্যমে কিভাবে ভোট প্রদান করতে হবে তা প্রজেক্টরের মাধ্যমে প্রর্দশন করা হয়।

বাগেরহাটের দুই রিটার্নীং কর্মকর্তা মো. জহিরুল ইসলাম ও ফারাজী বেনজীর আহম্মেদ বলেন, বাগেরহাট সদর উপজেলার ৯১টি ভোট কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করতে ইতিমধ্যে ২৭৬ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই পদ্ধতিতে ভোটের দিন যাতে ভোটারদের ভোট প্রদান করতে অসুবিধা না হয় সেজন্য ৯১টি ভোট কেন্দ্রে আগামী ২৯ মার্চ পর্যন্ত ইভিএম সম্পর্কে ভোটারদের ধারনা দিতে প্রশিক্ষণপ্রাপ্তরা কাজ করবেন। তাই ইভিএম পদ্ধতিতে কিভাবে ভোট দিতে হবে তা হাতে কলমে শিক্ষা নিতে সংশ্লিষ্ট এলাকার ভোটারদের সংশ্লিষ্ট ভোট কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন তারা।

সাংবাদিকদের অবহিতকরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাৎ হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দীন হায়দার প্রমুখ।

(এসএকে/এসপি/মার্চ ২৩, ২০১৯)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test