E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুক্তিযুদ্ধের চেতনাকে ঘরে ঘরে জাগিয়ে তুলতে হবে : অপু উকিল

২০১৯ মার্চ ২৩ ১৮:৩১:১১
মুক্তিযুদ্ধের চেতনাকে ঘরে ঘরে জাগিয়ে তুলতে হবে : অপু উকিল

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ঘরে ঘরে ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ যুব মহিলালীগের সাধারন সম্পাদক সাবেক এম.পি অধ্যাপক অপু উকিল।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ শতভাগ বাস্তবায়নের মধ্য দিয়েই এই স্বাধীন বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, আর এ লক্ষ্যে বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু কণ্যা দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত কেন্দুয়া পৌর শহরের সাউদপাড়াস্থ তার নিজ বাসভবনে বাংলাদেশ যুব মহিলালীগ, মহিলা আওয়ামীলীগ, আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের সঙ্গে পৃথক পৃথক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন উপজেলা যুবমহিলালীগের সাংগঠনিক সম্পাদক নব নির্বাচিত উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার সুমি, যুব মহিলালীগের সহ-সভাপতি শাহানাজ বেগম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মিনা আক্তার, যুব মহিলালীগ নেত্রী সৈয়দা নাসিমা আক্তার।

এছাড়া উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, সাধারন সম্পাদক সাংবাদিক মো: মহিউদ্দিন সরকার, সাবেক যুবলীগ নেতা মো: তাজুল ইসলাম, কৃষকলীগের আব্দুল্লাহ আল ফারুক ছানা, ছাত্রলীগের ইফতিয়ার হোসেন তালুকদার, আনোয়ার হোসেন প্রমুখ।

অধ্যাপক অপু উকিল যুব মহিলালীগ ও মহিলা আওয়ামীলীগের নেতাদেরকে ঘরে ঘরে নারী নেতৃত্বকে জাগিয়ে তোলার আহ্বান জানান এবং সংগঠনকে শক্তিশালী করার দিক নির্দেশনা দেন।

(এসবি/এসপি/মার্চ ২৩, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test