E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সাতক্ষীরায় ভোটার উপস্থিতি কম

২০১৯ মার্চ ২৪ ১২:৩৪:৫৮
সাতক্ষীরায় ভোটার উপস্থিতি কম

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : তৃতীয় ধাপে সাতক্ষীরার সাত উপজেলায় আজ ২৪ মার্চ রবিবার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। চলবে বিকাল ৪ টা পর্যন্ত। তবে, শহরের সরকারী বালিকা বিবদ্যালয় ও পিএন হাই স্কুল দুটি কেন্দ্রে শুরুতেই ভোটার উপস্থিতি যথেষ্ঠ  কম লক্ষ্য করা গেছে। 

সাতক্ষীরার সাতটি উপজেলায় চেয়ারম্যান পদে ২০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলায় মোট ১৫ লাখ ৬০ হাজার ৬৫০ জন ভোটার ৫৯৭টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। আইন শৃঙ্খলা বাহিনী ৫৯৭টি ভোট কেন্দ্রের মধ্যে ৪২৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। তবে সকাল ১০টা পর্যন্ত জেলার কোথাও অপ্রীতিকর ঘঁনা ঘটেনি।

সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান জানান, জেলায় সবধরনের নির্বাচনী সহিংসতা রক্ষায় ছয় স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

ভোটারের উপস্থিতি যথেষ্ঠ কম। সর্বদলীয় অংশগ্রহণে ভোট হলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করতো। আগামিতে সর্বদলীয় প্রার্থীদের সমন্বয়ে ভোট গ্রহণের দাবি ভোটারদের।

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রেরপ্রিজাইডিং অফিসারশাহীনুর রহমান বলেন, সকাল ৮টা থেকে ভোট গস্খহণ শুরু হয়েছে। ভোটারদেও উপস্থিতি কম। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদেও উপস্থিতি বাড়ার আশাবাদ ব্যক্ত করলেন ওই কর্মকর্তা। তবে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে হচ্ছে বলে জানান তিনি।

(আরকে/এসপি/মার্চ ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test