E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজদিখানে বিশ্ব যক্ষা দিবস পালন

২০১৯ মার্চ ২৪ ১৫:৩০:২০
সিরাজদিখানে বিশ্ব যক্ষা দিবস পালন

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : ‘এখনই সময় অঙ্গীকার করার, যক্ষা মুক্ত বাংলাদেশ গড়ার’ এ শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় সিরাজদিখান উপজেলায়ও দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বযক্ষা দিবস পালিত হয়েছে। 

দিবসটি পালন উপলক্ষে সিরাজদিখান স্বাস্থ্য বিভাগ, সিরাজদিখান ব্র্যাক ও সাথী সমাজকল্যান সংস্থার উদ্যোগে গতকাল রোববার সকাল সারে ১০টায় সিরাজদিখান ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে বর্ণাঢ্য এক র‌্যালি বের হয়।

সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ বদিউজ্জামানের এর নেতৃত্বে র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এসে শেষ হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে বিশ্ব যক্ষা দিবসের তাৎপর্য বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ বদিউজ্জামান, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,ডাঃ মনির হোসেন,ডাঃ ফরিদুল হক, মোঃ আলমগীর গাজী, ব্র্যাক সিরাজদিখান প্রতিনিধি মাহবুব ও এইচ আর এল এস অফিসার ইসমাইল হোসেন, ব্র্যাক এফও(সিইপি) মাধবী রাজবংশী, ব্র্যাক পিও টিভি মোঃ হাসান আলী, আসমা –উল- হোসনা। সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাক সিরাজদিখান উপজেলা প্রতিনিধি মাহবুব ।

সভায় বক্তারা বলেন, যক্ষারোগ নিয়ন্ত্রণে ও সঠিক চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ ছাড়া বক্তারা বিনামূল্যে যক্ষারোগের ঔষুধ ও স্বাস্থ্যসেবা গ্রহণের প্রচাররণা চালানোর জন্য সকলের প্রতি আহবান জানান ।

(এসডিআর/এসপি/মার্চ ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test