E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁ জেলার ২২টি স্কুলে সততা ষ্টোর চালু 

২০১৯ মার্চ ২৪ ১৭:২৫:২৬
নওগাঁ জেলার ২২টি স্কুলে সততা ষ্টোর চালু 

নওগাঁ প্রতিনিধি : জেলার ২২টি উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর চালু করার জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে। জেলা ১১টি উপজেলার প্রত্যেক উপজেলার ২টি করে স্কুলে এ অর্থ বিতরণ করা হয়।

নওগাঁ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়েস্কুলসমূহের প্রধান শিক্ষকের নিকট এ অর্থ হস্তান্তর করা হয়েছে।দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলাকার্যালয় রাজশাহী’র উপ-পরিচালক মোঃ বেনজীর আহম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অর্থ বিতরন করেন।

প্রতিটি স্কুলের অনুকুলে বরদ্দকৃত মোট ৩০ হাজার টাকা’র মধ্যে ভাটচার্জ হিসেবে ২ হাজার ১শ’ টাকা কেটে নিয়ে ২৭ হাজার ৯শ’ টাকা করে প্রদান করা হয়েছে। এতে এ ২২টি স্কুলে মোট ৬ লাখ ১৩হাজার ৮শ’ টাকা বিতরণ করা হয়।

উপজেলাভিত্তিক স্কুলগুলো হচ্ছে নওগাঁ সদর উপজেলার সেন্ট্রাল বালিকা উচ্চ বিদ্যালয় ও মরছুলা বালিকা উচ্চ বিদ্যালয়, আত্রাই উপজেলার আত্রাই উচ্চ বিদ্যারয় ও কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়, রানীনগর উপজেলার ত্রিমোহিনী উচ্চ বিদ্যালয় ও রানীনগর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, বদলগাছি উপজেলার ভান্ডারপুর উচ্চ বিদ্যালয় ও কার্ত্তিকাহার উচ্চ বিদ্যালয়, ধামইরহাট উপজেলার আড়ানগর উচ্চ বিদ্যারয় ও ধামইরহাট উচ্চ বিদ্যালয়, পত্নীতলা উপজেলার খিরশিন এস কে উচ্চ বিদ্যালয় ও চশনিরখিন উচ্চ বিদ্যালয়, মহাদেবপুর উপজেলার জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় ও কুঞ্জবন বন্দর কারিগরী বালিকা উচ্চ বিদ্যালয়, পোরশা উপজেলার নিতপুর মহিলা আলিম মাদ্রাসা ও কড়িদহ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, নিয়ামতপুর উপজেলার টি এল বি উচ্চ বিদ্যালয় ও গাঙ্গর উচ্চ বিদ্যালয়, মান্দা উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় ও জোতবাজার উচ্চ বালিকা বিদ্যালয় এবং সাপাহার উপজেলার তিলনা বালিকা উচ্চ বিদ্যালয় ও কোচকুড়লিয়া উচ্চ বিদ্যালয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সততা স্টোর এবং সততা সংঘের কার্যক্রম সম্পর্কে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলাকার্যালয়ের উপ-পরিচালক মো. বেনজীর আহম্মদ। এ অনুষ্ঠানে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোবারুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ কায়েস উদ্দিন, পত্নীতলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বুলবুল চৌধুরীসহ সকল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং সংশ্লিষ্ট উচ্চ বিদ্যালয়সমুহের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

(বিএম/এসপি/মার্চ ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test