E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরে খুশি ভোটাররা

২০১৯ মার্চ ২৪ ১৮:২৪:০৩
বরিশালে সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পেরে খুশি ভোটাররা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : সুষ্ঠ পরিবেশের মধ্যদিয়ে উজিরপুর উপজেলায় তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে রবিবার ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ৮৩টি ভোট কেন্দ্রে সকাল আটটা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহন চলে বিকেল চারটা পর্যন্ত।

উপজেলার কয়েকটি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি কারণে কোনরকম অপ্রিতিকর ঘটনা ছাড়াই ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছে। নির্বিঘেœ ভোট দিতে পারায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা। অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতি কম লক্ষনীয় ছিল।

তবে দুপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে কাপ পিচির মার্কার স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান ইকবাল তার এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়াসহ ভোটের বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন।

অন্যদিকে নিরপেক্ষ ভোট গ্রহন অনুষ্ঠিত হওয়ায় জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ শিকদার বাচ্চু। ভোট গ্রহন শেষে চলছে ভোট গননা।

বরিশালের বাবুগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেয়ার চেষ্টাকালে রাজু (২৫) নামে এক যুবককে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

এদিকে বাবুগঞ্জের আগরপুর আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে রবিবার দুপুরের জাল ভোট দেয়ার চেষ্টা করলে রাজু (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ নোমান ইসলাম।

হিজলা উপজেলায় গুয়াবাড়িয়া ইউনিয়নের মাউলতলা মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট গ্রহনের দুই ঘন্টা পরেই আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বিদ্রোাহী প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর দুই জনতে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইসি সূত্র মতে, তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে জেলার সদর উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে দুইজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে দুইজন। উজিরপুর উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন। বাবুগঞ্জে চেয়ারম্যান পদে চারজন ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন। বাকেরগঞ্জে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে দুইজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে দুইজন।

হিজলা উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে দুইজন। মুলাদীতে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন। সবানারীপাড়া উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী রয়েছেন। জেলার সাতটি উপজেলায় মোট ১০ লাখ ৬২ হাজার ৭৩৫জন ভোটারের জন্য ৪৮৫টি কেন্দ্রে দুই হাজার ৮৩৭টি ভোট কক্ষ রয়েছে।

উল্লেখ্য, জেলার নয়টি উপজেলায় রবিবার ভোট গ্রহন অনুষ্ঠিতর কথা থাকলেও আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলায় চেয়ারম্যান, পুরুষ এবং নারী ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী হওয়ায় বাছাই শেসে তাদের বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষনা করেছে নির্বাচন কমিশন। এই দুই উপজেলায় ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছেনা।

এ ছাড়া বরিশাল সদর, বাকেরগঞ্জ, মুলাদী ও বানারীপাড়া উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্ধীতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বানারীপাড়া এবং বাবুগঞ্জে নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন।

(টিবি/এসপি/মার্চ ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test