E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মাগুরার চার উপজেলায় ৩টি স্বতন্ত্র ১ টিতে নৌকার জয়

২০১৯ মার্চ ২৫ ১৪:৪৪:৩৫
মাগুরার চার উপজেলায় ৩টি স্বতন্ত্র ১ টিতে নৌকার জয়

মাগুরা প্রতিনিধি : ২৪ মার্চ অনুষ্ঠিত মাগুরার ৪ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ টিতে স্বতন্ত্র ১ টিতে নৌকার জয়। 

মাগুরা সদরে আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী আবু নাসির বাবলু ৬০ হাজার ৯৮৫ ভোট পেয়েবেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী জাতীয় পার্টির হাসান সিরাজ সুজা পেয়েছেন ২৬ হাজার ৪৫৯ ভোট, ভাইস চেয়ারম্যান পুরুষ শেখ রেজাউল ইসলাম ৫৯ হাজার ৩৯১ভোট তার নিকটতম প্রতিদ্বন্দী এনামুল হক রাজা পেয়েছেন ২০ হাজার ৫৩৮ ভোট, মহিলা ভাইস চেয়ারম্যান মিনতী রাণী ২৯ হাজার ৩৭০ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী সোনিয়া সুলতানা পেয়েছেন ২৫ হাজার ৬৮৭ ভোট । মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান বেসরকারী ভাবে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষনা করেন ।

অপরদিকে, শালিখাতে চেয়ারম্যান প্রার্থী স্বতন্ত্র এ্যাডভোকেট কামাল হোসেন ( আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ) ৩৬হাজার ৪৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামীলীগের (নৌকা প্রতীক) এ্যাড. শ্যামল কুমার দে পেয়েছেন ৩১ হাজার ৩০৩ভোট। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে নলকুপ প্রতীক নিয়ে ২২ হাজার ৬৫৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন, এবং তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ ইলিয়াচুর রহমান উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৪৫৯ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ জেসমীন আক্তার শাবান ফুটবল প্রতীক নিয়ে ২৭ হাজার ৩৫২ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন, এবং নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী আমেনা খাতুন কলস প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৯২০ ভোট। উপজেলা নির্বাচন অফিসার অমিত কুমার দাসবেসরকারি ভাবে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষনা করেন।

এছাড়া মহম্মদপুরে স্বতন্ত্র আবু আব্দুল্লাহেল কাফি ( আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ) ৪৩ হাজার ১২০ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ্যাড. আঃ মান্নান পেয়েছেন ৩১ হাজার ৫৩০ভোট। শ্রীপুরে স্বতন্ত্র মাহামুদুল গনি শাহিন ( আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ) ৩৯ হাজার ৮০১ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৭৭৪ভোট।

(ডিসি/এসপি/মার্চ ২৫, ২০১৯)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test