E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সুন্দরবনের আশপাশে শিল্প-কারখানা নয় পর্যটন কেন্দ্র গড়ে তুলুন’

২০১৯ মার্চ ২৫ ১৫:১৭:১৬
‘সুন্দরবনের আশপাশে শিল্প-কারখানা নয় পর্যটন কেন্দ্র গড়ে তুলুন’

বাগেরহাট প্রতিনিধি : বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ মন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেছেন, দেশী-বিদেশী ইকো-ট্যুরিষ্টেদের (পতিবেশ- পর্যটক) ক্রমবর্ধমান চাপ সামাল দিতে পূর্ব সুন্দরবন বিভাগের আলীবান্ধা ও আন্ধারমানিকে নতুন দুটি পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। সুন্দরবনকে রক্ষা করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজন করা হচ্ছে। সুন্দরবন আমাদের সম্পদ, সবাই মিলে সুন্দরবনকে রক্ষা করতে হবে। তাই সুন্দরবনের আশ-পাশে শিল্প-কারখানা না করে সেখানে ট্যুরিষ্টদের আবাসনসহ অত্যাধুনিত পর্যটন কেন্দ্র গড়ে তুলতে দেশের শিল্পপতিদের প্রতি আহবান জানান প্রতিমন্ত্রী।

সোমবার দুপুরে উপ মন্ত্রী বেগম হাবিবুন নাহার বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা ও ছাঁদপাই রেঞ্জের অধিন আলীবান্ধা ও আন্ধারমানিকে প্রস্তাবিত নতুন দুটি পর্যটন কেন্দ্র এলাকা পরিদর্শন শেষে শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালী সাইক্লোন সেল্টারে সুন্দরবনের শরণখোলা রেঞ্জ সহ-ব্যবস্থাপনা কমিটির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় এ কথা বলেন।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য বরাখেন. বাগেরহাট- ৪ আসনের এমপি ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান, সুন্দরবন সুরক্ষায় শরণখোলা রেঞ্জ সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন প্রমুখ।

(এসএকে/এসপি/মার্চ ২৫, ২০১৯)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test