E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মদন প্রাথমিক শিক্ষা অফিসে কার্যক্রম ব্যাহত

২০১৯ মার্চ ২৫ ১৫:৩০:০৬
মদন প্রাথমিক শিক্ষা অফিসে কার্যক্রম ব্যাহত

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে জনবল সংকটে কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ উপজেলায় ৯৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৮ টি রেজিঃ বিহীন প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর জন্য একজন উপজেলা শিক্ষা অফিসার, একজন উপজেলা সহকারি শিক্ষা অফিসার ও একজন উচ্চ মান সহকারি কর্মরত আছেন।

দীর্ঘদিন ধরে, দুই জন সহকারি উপজেলা শিক্ষা অফিসার,তিন জন অফিস সহকারি ,পিয়নের একটি ও ডাটা এন্ট্রি অপারেটরের একটি পদ শূণ্য রয়েছে। এতে বিদ্যালয় পরিদর্শণসহ অফিসের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে কর্মরত কর্মচারীগণ হিমসিম খাচ্ছেন। বিশেষ করে ডাটা এন্ট্রি অপারেটর না থাকায় বাইরে থেকে কার্যক্রম করতে শিক্ষকগণ নানান বিড়ম্ভনার সম্মুখীন হচ্ছেন।

এ ব্যাপারে ভুক্তভোগী শিক্ষক কে এম মজিদুল হক, বিউটি আক্তার, এমদাদুল হকসহ অনেকেই জানান, শিক্ষা অফিসে জনবল না থাকায় আমরা খুবই অসহায়। অফিসে এসে আমাদের কাজ করতে অনেক সমস্যায় পড়তে হয় এবং যথাসময়ে কাজ বাস্তবায়ন করতে সম্ভব হয় না।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার সূত্রধর জানান, জনবল সংকটের কারণে আমার অফিসে কার্যক্রম সুষ্টু ভাবে করতে হিমসিম খাচ্ছি। এ ব্যাপরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবর শূণ্যপদ পূরণের জন্য একাধিক বার আবেদন করেও কোনো সুফল না পাওয়ায় অফিসের কাজে বিঘœ ঘটছে। দ্রুত শূণ্য পদগুলো পূরণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।

(এএমএ/এসপি/মার্চ ২৫, ২০১৯)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test