E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আশাশুনিতে হিন্দু মহাজোট নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা 

২০১৯ মার্চ ২৬ ১৮:৩২:৫৭
আশাশুনিতে হিন্দু মহাজোট নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার আশাশুনি উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক সুজন কুমার সানাকে কুপিয়ে হত্যার চেষ্টা, বাড়ি ও মন্দির ভাঙচুরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার রাতে বিজন সানা বাদি হয়ে গদাইপুর গ্রামের রাজাকার মোজাহার সরদারের ছেলে খাজরা ইউপি চেয়ারম্যান হত্যা ধর্ষণ, ডাকাতি ও চাঁদাবাজিসহ কমপক্ষে ২০টি মামলার আসামী শাহনেওয়াজ ডালিম ও ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫ জনের নামে এ মামলা দায়ের করেন।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আশাশুনি উপাজেলার খাজরা ইউনিয়নের ফটিকখালি গ্রামের সুজন কুমার সানা জানান, ২৪ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. শহীদুল ইসলাম পিণ্টুর আনারস প্রতীকের সমর্থক ছিলেন। এতে ক্ষুব্ধ ছিলেন এবিএম মোস্তাকিমের নৌকা প্রতীকের সমর্থক স্থানীয় জনপ্রতিনিধি শাহানেওয়াজ ডালিমসহ কয়েকজন।

এরই জের ধরে শুক্রবার সকাল নয়টার দিকে ডালিম চেয়ারম্যানের নেতৃত্বে কালাম, লিটু, আফজাল, মোখলেছুর, রব্বানী সরদার , মিলন, আনিছুর রহমান, আজিজুল, লিটু, শামীম, কাসান, কবীরসহ ৩৫/৪০জন তাদের বাড়িতে হামলা চালায়। প্রথমে তাকে অপহরণের চেষ্টা করা হয়। পরে ডালিম তার মাথায় দা দিয়ে কুপিয়ে জখম করার পর অন্যরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। ডালিম মোবাইল ফোনে ডেকে এনে শতাধিক নৌকা সমর্থককে দিয়ে তার বাড়ি ঘর ও মন্দির ভাঙচুর করায়। এ ঘটনায় তার ভাই বিজন সানা বাদি হয়ে ২২ মার্চ রাতে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ জানান, সোমবার রাতে মামলা রেকর্ড হওয়ার পর তদন্তভার উপপরিদর্শক শেখ বিল্লাল হোসেনের উপর ন্যস্ত করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

(আরকে/এসপি/মার্চ ২৬, ২০১৯)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test