E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

খিলগাঁও বাজারে ৪০ দোকান পুড়ে ছাই

২০১৯ এপ্রিল ০৪ ১১:০৩:৪২
খিলগাঁও বাজারে ৪০ দোকান পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার: রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের নিচে কামারপট্টি বাজারে আগুনে পুড়েছে প্রায় ৩০টি দোকান। বুধবার দিবাগত রাত তিনটার দিকে লাগা আগুন আজ ভোর সোয়া পাঁচটার দিকে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট। তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি সংস্থাটি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা মাহফুজ রিবেন বিষয়টি নিশ্চিত করে জানান, কামারপট্টি বাজারের আগুন ভোর সোয়া পাঁচটায় নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরে বলা যাবে।

খিলগাঁও বাজার মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মোকসেদ আলী সরদার জানান, তারা বাজারে অগ্নিনির্বাপণের প্রয়োজনীয় ব্যবস্থা আছে কিনা তা নিয়ে আজ সকালে সমিতির পক্ষ থেকে মিটিং-এ বসার কথা ছিল। তার আগেই আগুন লেগে গেলো।

সম্প্রতি রাজধানীর বনানীর এফআর টাওয়ার, গুলশান, ডেমরা, গাউছিয়া মার্কেট ও তোপখানা রোডে ট্রপিক্যাল টাওয়ারে আগুনের ঘটনা ঘটে। এরমধ্যে ২৮ মার্চ বনানীর ঘটনায় ২৬জনের মৃত্যু হয়েছে।

৩০ মার্চ গুলশান-১ ও ২ নম্বর এলাকায় আগুন লাগে। ১ এপ্রিল মাত্র আধা ঘণ্টার ব্যবধানে রাজধানীর ডেমরা ও গাউছিয়া মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আর বুধবার আগুন লাগে তোপখানা রোডে ট্রপিক্যাল টাওয়ারে।

খিলগাঁও বাজার মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মোকসেদ আলী সরদার বলেছেন, অগ্নিনির্বাপণের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে মিটিং এ বসার আগেই আগুন লেগে গেলো। বিপুল অঙ্কের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন তিনি।

ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, কামারপট্টি বাজারে প্রায় ১৩শ দোকান। তার মাঝে আনুমানিক ৪০টির মতন দোকান পুড়েছে আগুনে।

(ওএস/পিএস/এপ্রিল ০৪, ২০১৯)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test