E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাবনার নগরবাড়িতে যমুনা নদী থেকে থামছে না বালু উত্তোলন

২০১৯ এপ্রিল ০৫ ১৯:৩০:৫৩
পাবনার নগরবাড়িতে যমুনা নদী থেকে থামছে না বালু উত্তোলন

পাবনা প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলার নগরবাড়িতে যমুনা নদীর ভীতর থেকে বলগেট দিয়ে ও বেকু দিয়ে সরকারী খাস কৃষি জমি থেকে প্রকাশ্যে চলছে অবৈধ বালু উত্তোলন । জরেজমিন গিয়ে দেখা যায় নগরবাড়ি ঘাটের বুক্কা নামন জৈনেক কৃসক তার নিজ জমি দাবি করে তা অবৈধ বালু উত্তোলনকারী হাসেম, রস্তম সহ বিভিন্ন রাঘব বোয়ালদের কাছে জমি সল্প টাকায় লিজ দিয়েছে । পাবনা রেল লাইনে বালু সরবারাহ করছে বলে জানায় স্থানীয় প্রভাবশালী হাসেম আলী ।

এ বিষয়ে প্রতিকার চেয়ে পাবনা জেলা প্রশাসক,পুলিশ সুপার,পানি উন্নয়ন বোর্ড,দূনিতী দমন কমিশনে আবেদন কররেও কোন লাভ হচ্ছে না বলে নাম প্রকাশে অনিচ্ছুক নগরবাড়ি বন্দর বাঁচানোর জন্য একজন সচেতন নাগরিক বলেন নগরবাড়ি মেরিল একাডেমি,নৌ-বন্দর,নগরবাড়ি ঘাট,নতুন বাজার সহ গুরত্বপূর্ন বিভিন্ন হুমকীর মুখে ঠেলে দিয়ে কিছু কুচক্রি মহল তাদের নিজেদের স্বার্থে অবৈধভাবে কোটি কোটি টাকার বালু উত্তোলন করে যাচ্ছে । এছাড়া বিআইডাবলুটিএ প্রধানমন্ত্রীর কার্যালয় সহ পাবনা জেলা প্রশাসক,পুলিশ সুপার বরাবর বালু উত্তোলন বন্ধের জন্য চিঠি দিলেও কোন প্রতিকার হয় নাই । এ প্রসঙ্গে বেড়া উপজেলা কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী জানান আমাদের কাছে এ ধরনের অভিযোগ আছে আমরা ইতিপূর্বে তিন লাখ টাকা জরিমান করছি তারপরেও অবৈধ বালু উত্তোলন থামছে না আমরা আবার ভাম্যমান অভিযান চালাবো ও অবৈধ্য বালু উত্তোলন বন্ধ করবো । অবৈধ্য বালু উত্তোলন বন্ধে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান তার কাছে এধরনের কোন অভিযোগ নাই অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে ।

(ওএস/পিএস/এপ্রিল ০৫, ২০১৯)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test