E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হবিগঞ্জ শহরতলীর দু’গ্রামবাসীর সংঘর্ষে শতাধিক আহত

২০১৪ জুলাই ২৪ ১৯:৪৮:৩৩
হবিগঞ্জ শহরতলীর দু’গ্রামবাসীর সংঘর্ষে শতাধিক আহত

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইক স্ট্যান্ডের দখল নিয়ে বৃহস্পতিবার বিকেলে শহরতলীর দু’গ্রামবাসীর মধ্যে ভয়ানক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে শতাধিক লোক আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অর্ধশতাধিক রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে।

সংঘর্ষ চলাকালে শহরের কোর্ট স্টেশন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। হাঙ্গামাকারীরা শতাধিক রিক্সা, টমটম, জীপ (চান্দের গাড়ি), ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরতলীর কোর্ট স্টেশনে টমটম স্ট্যান্ড দখল নেয় সুলতান মাহমুদপুর এবং রিচি গ্রামের কয়েকজন। এ নিয়ে বৃহস্পতিবার বিকেল ৫টায় দু’পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন টেটা, বল্লম, ফিকলসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ খবর উভয় গ্রামে ছড়িয়ে পড়লে দু’গ্রামের লোকজন দলে দলে শহরমুখী হতে থাকে। এক পর্যায়ে সংঘর্ষ বাসস্ট্যান্ড, বেবি স্ট্যান্ডসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় জেলা শহরের একাংশ রণক্ষেত্রে পরিণত হয়। থেমে থেমে চলতে থাকে সংঘর্ষ। প্রায় দেড়ঘন্টা স্থায়ী এ সংঘর্ষে আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় গ্রামে উত্তেজনা বিরাজ করছিল। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুর রউফসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা। সেখানে যান দু’গ্রামের নেতৃবৃন্দরাও।

(পিডি/জেএ/জুলাই ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test