E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ক্লাসে ঢুকে ছাত্রকে পেটালেন আ.লীগ নেতা

২০১৯ এপ্রিল ০৭ ২২:২৬:৪৬
ক্লাসে ঢুকে ছাত্রকে পেটালেন আ.লীগ নেতা

স্টাফ রিপোর্টার : ভৈরবে স্কুলছাত্রকে আওয়ামী লীগ নেতা মারধরের ঘটনায় ক্লাস বর্জন করেছে স্কুলের শিক্ষার্থীরা। ঘটনার বিচার না হলে আগামীকাল শিক্ষার্থীরা রাস্তায় মানববন্ধন করে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করার হুমকি দিয়েছে শিক্ষার্থীরা।

রোববার দুপুরে ভৈরবের শিবপুর ইউনিয়নের জামালপুর টেকনিক্যাল উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। ঘটনার সময় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী নবম শ্রেণির ছাত্র দেলুয়ারকে ক্লাসরুমে গিয়ে মারধর করে। ওই ছাত্রের বিরুদ্ধে অভিযোগ সে একই ক্লাসের ছাত্রী এবং ওই আ.লীগ নেতার নাতনিকে শনিবার স্কুলে ইভটিজিং করে।

এ ঘটনায় ওই ছাত্রী প্রধান শিক্ষকের কাছে বিচার চেয়েও বিচার পায়নি বলে তার অভিযোগ। পরে বিষয়টি তার অভিভাবককে অবগত করলে এ ঘটনা ঘটে। ঘটনার পর পর বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ক্লাস বর্জন করে লিয়াকতের বিচার দাবি করেন।

এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মামদুদা খাতুন জানান, শনিবার ইভটিজিংয়ের ঘটনার পর সানজিদা আমাকে জানায়। অভিযোগ শোনার পর আমি আজ ওই ছাত্রের বিচারের ব্যবস্থা করতাম কিন্ত এর আগেই লিয়াকত আলী ক্লাসে ঢুকে নিজে বিচার করেছে, এটা মোটেও ঠিক হয়নি। বিষয়টি বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি গোলাম মোস্তাফাকে জানিয়েছি। তিনি মীমাংসা করার বিষয়ে বলেছেন।

গোলাম মোস্তফা জানান, স্কুল পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে প্রধান শিক্ষক বিষয়টি আমাকে মোবাইলে জানিয়েছেন। এ ব্যাপারে কমিটির সভা ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো বলে জানান তিনি।

(ওএস/এএস/এপ্রিল ০৭, ২০১৯)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test