E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৮টি ভবনে একটিতেও নেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা

২০১৯ এপ্রিল ০৭ ২২:৩২:০১
৮টি ভবনে একটিতেও নেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা

স্টাফ রিপোর্টার : নগরের ৮টি বহুতল ভবনে অভিযান চালিয়ে একটিতেও অগ্নিনির্বাপণ ব্যবস্থার খোঁজ পায়নি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)

রোববার (৭ এপ্রিল) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তামাকুমণ্ডি লেন ও জুবলি রোডে এ অভিযান পরিচালনা করা হয়।

সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী অভিযানে নেতৃত্বে দেন। এ সময় সিডিএ’র অথরাইজড কর্মকর্তা-২ মোহাম্মদ শামিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী বলেন, তামাকুমণ্ডি লেনে ৩টি ও জুবলি রোডে ৫টি ভবনে অভিযান চালিয়ে অগ্নিনির্বাপণ ব্যবস্থার খোঁজ মেলেনি। এসব ভবন মালিককে ৭ দিনের মধ্যে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে।এ ছাড়া তামাকুমণ্ডির প্রবেশপথ দখল করে গড়ে উঠা ৩০টি দোকানের বর্ধিতাংশ উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি রাস্তা দখল করায় হাসিনা হক শপিং সেন্টারের সামনের অংশ ভেঙে ফেলা হয়েছে।

অথরাইজড কর্মকর্তা-২ মোহাম্মদ শামিম বলেন, অভিযানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা আছে কি-না সেটি খতিয়ে দেখার পাশাপাশি নকশা মানা হয়েছে কি-না সেটি দেখা হচ্ছে। অনিয়ম পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

(ওএস/এএস/এপ্রিল ০৭, ২০১৯)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test