E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুমিল্লা ইপিজেডে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

২০১৯ এপ্রিল ০৯ ২২:৪১:২৭
কুমিল্লা ইপিজেডে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

স্টাফ রিপোর্টার : কুমিল্লা ইপিজেডে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার যৌথ মালিকানাধীন সুতা উৎপাদনকারী শিল্প ইউনিট আরএন স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে জেলা প্রশাসন ও বেপজার প্রধান কার্যালয় থেকে দুটি কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার এ দুটি তদন্ত কমিটি গঠন করা হয়।

এদিকে, ওই কারখানার ১২ শতাধিক শ্রমিকের মার্চ মাসের বকেয়া বেতন আগামীকাল বুধবারের মধ্যে পরিশোধ করার ঘোষণা দিয়েছে মালিক কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহিদ হোসেন সিদ্দিককে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি বেপজার প্রধান কার্যালয় থেকে মহাব্যবস্থাপক (রক্ষণাবেক্ষণ) মো. জিল্লুর রহমানকে আহ্বায়ক করে পাঁচ সদেস্যের আরও একটি কমিটি গঠন করা হয়েছে। পৃথক দুটি কমিটিকে আগামী সাতদিনের মধ্যে রিপোর্ট দেয়ার জন্য বলা হয়েছে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে লাগা আগুন মঙ্গলবার ভোরে অর্থাৎ ৮ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টার পর সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফারুক আহাম্মদ।

তবে কারখানার ভেতর বিপুল পরিমাণ সুতা, তুলা ও অন্যান্য মালামালে এখনো আগুন থাকায় এসব আগুন পুরোপুরি নেভাতে এখনো ইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

এদিকে, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা আগুন লাগার কারণ এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস কিংবা মালিক পক্ষ।

তবে একাধিক শ্রমিক জানান, প্রোডাকশন ফ্লোরে মেশিনে প্রায়ই আগুন লাগে। যা তারা নিজেরাই নিভিয়ে ফেলতে পারেন। কিন্তু সোমবার রাতের আগুনের ভয়াবহতা এতই বেশি ছিল যে কয়েক মিনিটের মধ্যেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।

তবে এ নিয়ে মালিক পক্ষের কেউ কথা বলতে রাজি হয়নি। হঠাৎ বেকার হয়ে পড়া শ্রমিকদের দাবির প্রেক্ষিতে ১২৯৬ জন শ্রমিকের মার্চ মাসের বকেয়া বেতন আগামীকাল বুধবারের মধ্যে পরিশোধ করা হবে বলে মালিক পক্ষ ও বেপজা কর্তৃপক্ষ জানিয়েছে।

কুমিল্লা ইপিজেডের মহাব্যবস্থাপক মো. হাফিজুর রহমান বলেন, প্রোডাকশন ফ্লোরে আগুনের সূত্রপাত হয়। কারখানার কাঁচামাল তুলা হওয়ার কারণে আগুন ছড়িয়ে পড়ে। এই শিল্প কারখানা ২০০৭ সালের ২৮ আগস্টে উৎপাদনে আসে। এ পর্যন্ত এখানে ৩১২ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। রফতানি করা হয়েছে ১ হাজার ৯৭৯ কোটি টাকার সুতা।

(ওএস/এএস/এপ্রিল ০৯, ২০১৯)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test