E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অধ্যক্ষের ‘সহযোগী’ নুর উদ্দিনকে গ্রেফতারের নির্দেশ

২০১৯ এপ্রিল ১০ ২১:২০:০০
অধ্যক্ষের ‘সহযোগী’ নুর উদ্দিনকে গ্রেফতারের নির্দেশ

স্টাফ রিপোর্টার : ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় বোরকাপরিহিত দুর্বৃত্তদের আগুনে ঝলসে হত্যাচেষ্টার প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার ‘সহযোগী’ নুর উদ্দিনকে গ্রেফতারের নির্দেশ নিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

ধারণা করা হচ্ছে, ‘অধ্যক্ষ সিরাজ উদ-দৌলা মুক্তি সংগ্রাম পরিষদের’ নেতা নুর উদ্দিনকে গ্রেফতার করা গেলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। তাই তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন তিনি। বুধবার (১০ এপ্রিল) পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, পরীক্ষা কেন্দ্রে মাদ্রাসাছাত্রীকে আগুনে ঝলসে হত্যাচেষ্টার ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ সদর দফতর। তারা যেসব তথ্য উপাত্ত পেয়েছে তাতে এ হত্যাচেষ্টা পরিকল্পিত বলে মনে হচ্ছে। আর এ হত্যাচেষ্টায় মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার ‘সহযোগী’ নুর উদ্দিন নুর উদ্দিন ওতোপ্রোতভাবে জড়িত বলেও প্রমাণ পেয়েছে পুলিশ সদর দফতর। তাই পুলিশের আইজি জাবেদ পাটোয়ারী নুর উদ্দিনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।

আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সাংবাদিকদের বলেন, অপরাধী যেই হোক কোনো ছাড় পাবে না। এ ঘটনার প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সব ধরনের তথ্য উপাত্ত তদন্তে থাকবে। আর যাতে কেউ এ ধরনের অপকর্ম না করে সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

২০১৭ সালের দাখিল পরীক্ষার সময় নুর উদ্দিন ওই ছাত্রীর চোখে চুন নিক্ষেপ করেছে বলে অভিযোগ রয়েছে।

সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলার হাতে শ্লীলতাহানির শিকার হয়ে ওই ছাত্রী তার বিরুদ্ধে মামলা করেছিলেন। গত ৬ এপ্রিল আলিম পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রে গেলে ওই ছাত্রীকে ছাদে ডেকে নিয়ে সেই মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেয় অধ্যক্ষের পক্ষের বোরকাপরিহিত ৪-৫ জন। কিন্তু এতে ওই ছাত্রী অস্বীকৃতি জানালে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায় তারা।

পরে সেই ছাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থা গুরুতর হওয়ায় ঢামেক হাসপাতালে পাঠানো হয়। তার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এ অবস্থায় তার প্লেনভ্রমণ ঝুঁকিপূর্ণ হওয়ায় ঢামেক বার্ন ইউনিটেই চিকিৎসা চলছে।

(ওএস/এএস/এপ্রিল ১০, ২০১৯)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test