E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় সাড়ম্বড়ে পালিত হলো ব্যতিক্রমী মাতৃপূজা

২০১৯ এপ্রিল ১৩ ১৬:৪৪:৫২
মাগুরায় সাড়ম্বড়ে পালিত হলো ব্যতিক্রমী মাতৃপূজা

মাগুরা প্রতিনিধি : মাগুরার শালিখা উপজেলার সিংড়া গ্রামে মাতৃজাতির প্রতি সম্মান  সাড়ম্বড়ে পালিত হলো ব্যতিক্রমধর্মী মাতৃপূজা।

এ গ্রামে তিনদিনব্যাপী মহানামযজ্ঞ শেষে শুক্র ও শনিবার শতাধিক মায়ের পা ধুইয়ে, মায়ের গলায় ফুলের মালা পড়িয়ে প্রনাম করেন সন্তানেরা। এরপর মায়ের কাছে ক্ষমা ভিক্ষা করে তাঁকে মিষ্টিমুখ করিয়ে সাধ্যমত নতুন কাপড় তুলে দেন তারা। গত তিন বছর ধরে এ গ্রামের কিছু উদ্যোমি যুবক মাতৃপূজার আয়োজন করে আসছেন।

মাতৃপূজার আয়োজক এ গ্রামের সন্তান বর্তমানে পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত গৌতম বিশ্বাস জানান- ব্যক্তিগত ব্যস্ততার কারণে আমরা অনেকেই আমাদের মায়েদের প্রতি যথাযথ কর্তব্য পালন করতে পারছি না। অন্যদিকে মাতৃজাতির প্রতি আমাদের রয়েছে আজন্ম ঋণ। অথচ এই আমরাই কারণে অকারণে মায়েদের উপর নানা অত্যাচার নির্যাতন করে আসছি। অনুষ্ঠান থেকে আমরা মায়েদের কাছে আমাদের অপারগতার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করি। আমরা বিশ্বাস করি, যে সন্তান তার মাকে সম্মান করতে পারবে সে সন্তান কখনো কোথাও কোন নারীকে অসম্মান করতে পারবে না। এ কারণেই আমরা নিজ গ্রামে এ মাতৃপূজার মাধ্যমে আমাদের নিজ নিজ মা তথা নারী জাতির প্রতি আমাদের সম্মান প্রদর্শণ করছি। একই সঙ্গে নতুন প্রজন্মের মাঝে মাতৃজাতির প্রতি সম্মান বৃদ্ধির জন্য এ প্রচেষ্টা গ্রহণ করেছি। যা বর্তমানে একটি সময়ের দাবী হয়ে পড়েছে।

(ডিসি/এসপি/এপ্রিল ১৩, ২০১৯)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test