E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ফায়ার সার্ভিস স্টেশন নেই

দুমকিতে প্রতি বছর পুড়ছে কোটি টাকার সম্পদ 

২০১৯ এপ্রিল ১৩ ১৮:০২:৩৮
দুমকিতে প্রতি বছর পুড়ছে কোটি টাকার সম্পদ 

সোহাগ হোসেন, দুমকি (পটুয়াখালী) : পটুয়াখালীর দুমকি উপজেলায় ফায়ার সার্ভিস ষ্টেশন না থাকায় প্রতিবছর আকস্মিক অগ্নিকান্ডের ঘটনায় জনগণের কোটি কোটি টাকার সম্পদ ভস্মীভূত হচ্ছে।

উপজেলা শহরে একটি ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় উপজেলা শহর ও প্রত্যন্ত এলাকার হাটবাজার গুলোতে দোকান-পাট, শিল্প প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনা চরম ঝুঁকির মধ্যে রয়েছে। সবার অনাকাঙ্খিত ভয়াবহ অগ্নিকান্ডের কবল থেকে সহায়-সম্পদ রক্ষার কোন বিকল্প ব্যবস্থা না থাকায় প্রায় প্রতি বছরই আগুন লেগে মানুষের লক্ষ কোটি টাকার সম্পদ ভস্মীভূত হয়ে অপূরণীয় ক্ষতি হচ্ছে।

উপজেলা শহরের থানা ব্রিজ, নসিব সিনেমা চত্তর, লেবুখালীর বিশ্ববিদ্যালয় স্কয়ার ও আংগারিয়া বন্দরে পেট্রল, অকটেন, ডিজেল, কেরোসিন ও ফার্নিস ওয়েলের বেশ কয়েকটি অস্থায়ী মজুদাগার ও বিক্রয় কেন্দ্র রয়েছে। এ ছাড়া উপজেলা পরিষদ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অফিস-আদালত, ব্যাংক বীমা অফিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিক এলাকাসহ গুরুত্বপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। নৌ-সড়ক পথে চলাচলকারী যানবাহনে প্রতিদিন জ্বালানি তেল সরবরাহ এবং মালামাল লোড-আনলোড করার সময় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। এসব গুরুত্বপূর্ণ স্থাপনায় যে কোন মুহূর্তে ভয়াবহ অগ্নিকান্ড ঘটার সম্ভবনা ও ঝুঁকি রয়েছে। পূর্ণাঙ্গ উপজেলা ঘোষনার ১৮ বছর পেরিয়ে গেলেও এখানে আধুনিক মানের কোন ফায়ার স্টেশন স্থাপন করা হয়নি। ফলে এখান কার সব প্রতিষ্ঠান দীর্ঘ দিন ঝুঁকির মধ্যে রয়েছে।

উপজেলা শহর ও প্রত্যন্ত এলাকার হাট-বাজার গুলোর কোথাও অগ্নিকান্ডের ঘটনা ঘটলে ১৭কি.মিটার দুরত্বে জেলা শহরের ফায়ার সার্ভিসের ওপর ভরসা করতে হয়। জেলা শহর থেকে দমকল বাহিনীর গাড়ী ঘটনা স্থলে পৌছতে পৌছতে সবকিছু আগুনে পুরে শেষ হয়ে যায়। বিগত ১৮বছরে শুস্ক মৌসুমে উপজেলা শহরের পিরতলা বাজার, আংগারিয়া বন্দর, কদমতলা বাজার ও হাজির হাটে অন্তত: ২০/২৫টি ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় অর্ধশতাধিক দোকান-পাট পুড়ে ব্যবসায়ী ও ভবনের মালিকদের অপূরণীয় ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা শহরে ফায়ার সার্ভিস ষ্টেশন থাকলে হয়তো এ ক্ষয়-ক্ষতির হাত থেকে সম্পদ রক্ষা করা সম্ভব ছিল বলে এলাকাবাসীর ধারনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শঙ্কর কুমার বিশ্বাস বলেন, ইউএনও পদে কিছুদিন হল যোগদান করেছি। ফায়ার সার্ভিস ষ্টেশন নির্মাণের বিষয়টি আমার জানা নেই। ভালো ভাবে জেনে পজিটিভলি পদক্ষেপ নেয়া হবে।

উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহান সিকদার বলেন, ভয়াবহ অগ্নি দুর্ঘটনার ক্ষয়-ক্ষতি এড়াতে জরুরি ভিত্তিতে আধুনিক মানের একটি রোডস্ অ্যান্ড রিভার্স ফায়ার সার্ভিস স্টেশন থাকা দরকার।

তিনি আরও বলেন, একটি অত্যাধুনিক ফায়ার সার্ভিস ষ্টেশন নির্মাণের জন্য যায়গা খোঁজা হচ্ছে। প্রয়োজনীয় যায়গা পেলে দ্রুততার সাথে নির্মান কাজ শুরু করা হবে।

(এসএইচ/এসপি/এপ্রিল ১৩, ২০১৯)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test