E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মঙ্গল শোভাযাত্রায় নাগরপুরে বর্ষবরণ

২০১৯ এপ্রিল ১৪ ১৩:২০:২৯
মঙ্গল শোভাযাত্রায় নাগরপুরে বর্ষবরণ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আজ পহেলা বৈশাখ ১৪২৬। পুরনো বছরের সব জরা-জীর্ণ স্মৃতিকে বিলিন করে দিতে এসেছে নতুন বছর। বাংলা সংস্কৃতি ও বাঙালি জাতিসত্তার সাথে অতোপ্রোত ভাবে জড়িয়ে আছে পহেলা বৈশাখ উৎসব। অসাম্প্রদায়িক ও সার্বজনীন এ উৎসব সারা দেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরে দিনব্যাপী নানাবিধ কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে।

কর্মসূচীর মধ্যে রয়েছে নববর্ষকে বরণ করে নেওয়ার জন্য শোভাযাত্রা, আলোচনা সভা, গান, আবৃত্তি, সেমিনার, নাটক প্রদর্শনী ও খাবার বিতরন। রবিবার (১৪ এপ্রিল) প্রথম প্রভাতে উপজেলা মিলনায়তনে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের গান এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ সব শ্রেণির মানুষের সম্মিলিত অংশগ্রহনে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেওয়া সকলের মাঝে বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা ইলিশ পরিবেশন করা হয়। এরপর দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক ও বাউল সংগঠন গান পরিবেশন করেন। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠন পৃথকভাবে দিনভর নানাবিধ কর্মসূচীর মাধ্যমে নতুন বছরকে বরন করে নেয়।

(আরএসআর/এসপি/এপ্রিল ১৪, ২০১৯)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test