E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজারহাটে বর্ষবরণ অনুষ্ঠিত

২০১৯ এপ্রিল ১৪ ১৬:২৮:১৭
রাজারহাটে বর্ষবরণ অনুষ্ঠিত

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : পহেলা বৈশাখ ১৪২৬ বাংলা নববর্ষ বরণ উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ষবরণে গ্রাম বাংলার ঐতিহ্য চারু শিল্পের তৈরি বিভিন্ন ব্যানার ফ্যাষ্টুন ও মুখোশ, গরুর গাড়ী, লাঙ্গল, মুঠো জালসহ বিভিন্ন সাজে সর্জ্জিত হয়ে মঙ্গল শোভাযাত্রা বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা শিশু পার্কে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, থানা অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার, রাজারহাট মীর ইসমাইল হোসেন সরকারী কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম রানা, ঘড়িয়ালডাঙ্গা ইউপি চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকার, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রামজীবন কুন্ডু ও জেলা পরিষদ সদস্য আব্দুস ছালাম প্রমূখ।

পরে মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানে ইত্যাদির মিউজিশিয়াম রবিউল ইসলামের পরিবেশনায় আর্কষনীয় মাথার চুল দিয়ে ট্রাক টানা সহ বিভিন্ন খেলা প্রদর্শণ করে দর্শকদের মাতিয়ে তোলেন।

এদিকে বর্ষবরণ উপলক্ষে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়, মীর ইসমাইল হোসেন সরকারী ডিগ্রী কলেজ, সুখদেব ফাজিল(ডিগ্রী) মাদরাসা, সুখদেব সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নববর্ষ উদযাপিত হয়।

এছাড়া দিনটি উপলক্ষে দিনব্যাপী উপজেলা শিশু পার্কসহ বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে মানুষের উপচে পড়া ভিড় ছিল লক্ষ্যনীয়।

(পিএমএস/এসপি/এপ্রিল ১৪, ২০১৯

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test