E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজারহাটে বর্ষবরণে নেই ইলিশের আমেজ

২০১৯ এপ্রিল ১৪ ১৬:৩৪:২৫
রাজারহাটে বর্ষবরণে নেই ইলিশের আমেজ

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম) : প্রতিবছর বাংলা নববর্ষ বরণে পান্তা-ইলিশের আয়োজন থাকলেও এবারে ব্যতিক্রম দেখা দিয়েছে। প্রতিবছর পান্তা-ইলিশ,শুটকি, পাটশাকসহ বিভিন্ন রকমারী খাবারের ব্যবস্থা থাকে। কিন্তু এ বছর বর্ষবরণে ইলিশের দাম হাতের নাগালের বাইরে থাকায় গুটি কয়েক লোক ছাড়া কেউ কিনতে পারেনি। ফলে গ্রাম বাংলার ঐতিহ্য পান্তা-ইলিশ বর্তমান প্রজন্মের কাছে ম্লান হয়ে যাচ্ছে। 

এ বিষয়ে বিদ্যানন্দ ইউনিয়নের সুখদেব গ্রামের রিক্সাচালক সাজু মিয়া(৩২), রাজারহাট ইউনিয়নের নাটুয়া মহল গ্রামের বকিয়ত উল্ল্যা(৬৫), আবুল কাশেম(৫৫) সহ বেশ কয়েকজন মানুষের সাথে কথা বললে তাঁরা বলেন, ১কেজি ইলিশ কিনতে ২হাজার/ ২২’শ টাকা লাগে। কামলার দাম(দিনমজুর) ৩’শ টাকা। ১ কেজি ইলিশ কিনতে ৭দিনের কামলার টাকা লাগে। তাহলে কেমন করে ইলিশ খাবার পামু।

রাজারহাট বাজারের মাছ ব্যবসায়ী দুলু দাস বলেন, এবারে আড়তে ইলিশ পাওয়া যায় না। যদিও পাওয়া যায় কয়েকগুণ বেশী দাম দিয়ে নিয়ে আসতে হয়।

ছিনাই ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান হক বুলু বলেন,বাজারে ইলিশের সরবরাহ কম। অন্যান্য সময়ের চেয়ে দাম বেশী হওয়ায় সাধারণ মানুষ ইলিশ কিনতে পারে না।

রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধান জানান, বাজারে ইলিশের সরবরাহ কম। এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনায় বর্ষবরণ হয়েছে।#

(পিএমএস/এসপি/এপ্রিল ১৪, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test