E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামইরহাটে আলতাদীঘি জাতীয় উদ্যানে দর্শনার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা আদায়, গ্রেফতার ৩

২০১৯ এপ্রিল ১৫ ১৮:৪১:২৭
ধামইরহাটে আলতাদীঘি জাতীয় উদ্যানে দর্শনার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা আদায়, গ্রেফতার ৩

নওগাঁ প্রতিনিধি : পহেলা বৈশাখে নওগাঁর ধামইরহাট উপজেলার আলতাদীঘি জাতীয় উদ্যানে দর্শনার্থীদের অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগে ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার  তাদের নওগাঁ আদালতে সোপর্দ করা হয়েছে।

মামলার বরাত দিয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জাকিরুল ইসলাম শাহিন জানান, রবিবার দুপুরে বর্ষবরণের দিন পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সালাইপুর গ্রামের বদিউজ্জামানের ছেলে হারুনুর রশিদ (২২) ধামইরহাট উপজেলার আলতাদীঘি দেখতে আসে।

এ সময় ধামইরহাটের দৌলতপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আবু কাহার সিদ্দিক (২২), অমরপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সাখাওয়াত হোসেন (২১) ও জয়লাল রবিদাসের ছেলে দূর্গা রবিদাস (২০) দর্শনার্থী হারুনুর রশিদকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে, তার মোটরসাইকেল কেড়ে নিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবী করে। জীবন বাঁচাতে ভিকটিম কিছু টাকা আত্মীয়কে ফোন করে বিকাশের মাধ্যমে চাঁদাবাজদের দেয়।

এ ব্যাপারে ভিকটিম ও তার লোকজন কৌশলে থানা পুলিশকে খবর দিলে দ্রুত ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও ভিকটিমকে উদ্ধারসহ চাঁদাবাজ আলতাদীঘি এলাকার সন্ত্রাসী আবু কাহার, সাখাওয়াত হোসেন ও দূর্গা রবিদাসকে গ্রেফতার পুলিশ করে। রাতে হারুনুর রশিদ বাদী হয়ে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করে। আটকৃতরা বিভিন্ন শিক্ষার্থী- নারী দর্শনার্থীদের বিভিন্ন সময় বেকায়দায় ফেলে ব্ল্যাক মেইলের চেষ্টা করতো বলে স্থানীয়রা জানান।

এলাকাবাসীর দাবী ধামইরহাট উপজেলার ঐতিহ্যবাহী এই দর্শনীয় স্থানটিতে আসার পর পর্যটক ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতকল্পে এমন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের আইনের কঠোর প্রয়োগ করে দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করা হোক।

(এসকেপি/এসপি/এপ্রিল ১৫, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test