E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিদ্যুৎ বিল বকেয়া 

ঈশ্বরদীতে পল্লী বিদ্যুতের ২৮৩ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন

২০১৯ এপ্রিল ১৫ ২৩:০৫:১৫
ঈশ্বরদীতে পল্লী বিদ্যুতের ২৮৩ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : বিদ্যুৎ বিল বকেয়ার কারণে ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পল্লী বিদ্যুতের ২৮৩ গ্রহকের  সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 

সোমবার ঈশ্বরদীর সহাকারী কমিশনার (ভূমি) মমতাজ মহলের নের্তৃত্বে ভ্রাম্যমান আদালত ঈশ্বরদী পল্লী বিদ্যুতের আওতাধীন দাশুড়িয়াসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মমতাজ মহল দাশুড়িয়ার ২টি প্লাষ্টিক কারখানা, ১টি পোলট্রি ফার্মসহ ১৫টি গ্রাহকের ১৩ লাখ ৬৫ হাজার ২০৪ টাকার বিল বকেয়ার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছেন। এছাড়া অন্যান্য টিম ২৭৩ জন গ্রহকের ১১ লাখ ৯২ হাজার ৪৬৭ টাকা বকেয়ার কারণে ২৭৩ জন গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করেছেন।

জানা যায়, এই অভিযান শুরুর সংবাদ পেয়ে ৪২ জন গ্রাহক বিচ্ছিন্নতা এড়াতে দ্রুত বকেয়া ৩ লাখ ৭৪ হাজার ৬৩৫ টাকা পরিশোধ করেছেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মমতাজ মহল জানান, গ্রাহকরা দ্রুত বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করলে অভিযান অব্যাহত থাকবে।

(এসকেকে/এসপি/এপ্রিল ১৫, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test