E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পিকনিকে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে দুই গ্রুপের সংর্ঘষে নিহত ১

২০১৯ এপ্রিল ১৬ ১৮:১৫:৩৫
পিকনিকে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে দুই গ্রুপের সংর্ঘষে নিহত ১

মাগুরা প্রতিনিধি : নববর্ষ পালন উপলক্ষ্যে পিকনিকে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে সোমবার রাতে মাগুরার শালিখা উপজেলার বৈখোলা গ্রামের  দু’গ্রুপের কথা কাটাকাটির জের ধরে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উভয় পক্ষ সংর্ঘষে লিপ্ত হয়। সংঘর্ষে আবু নাসের (৪৫) নিহত ও ১৬ জন আহত হয়েছে। এ সময় এক খানা মটর সাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে। গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে।

গ্রামবাসী জানায়,নববর্ষ পালন উপলক্ষ্যে সোমবার সন্ধ্যায় খায়রুল মন্ডল, ইকরামুল মন্ডল ও আলী হোসেন সহ বেশ কিছু ছেলেরা মিলে শহীদের ভিটায় পিকনিক করতে গিয়ে সাউন্ড বক্স বাজায়। এ সময় পার্শ্ববর্তী বাড়ির রাজু বিশ্বাস বক্স বাজাতে নিষেধ করলে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাজু ও তার দলবল শহীদের বাড়িতে গিয়ে তাকে মারতে উদ্যতো হয়। নিরূপায় হয়ে শহীদ তার পক্ষের মাতুব্বর আলীর্বদি মন্ডল, আবু নাসের মন্ডল ও রিপন মন্ডলকে ঘটনাটি জানায়। এরই জের ধরে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাজু গোস কিনে আড়পাড়া বাজার থেকে ফেরার পথে আলী হোসেনের বাড়ির সামনে এসে পৌঁছালে আলীবর্দি মন্ডল রাজুর মটোর সাইকেল থামিয়ে ঘটনাটি জানতে চান। এ সময় রাজু মটর সাইকেল ফেলে ভয়ে দৌঁড়ে পালিয়ে যায়। পরে রাজু তার গ্রুপের লোকজন নিয়ে রামদা, ছ্যানদা, রড, ঢাল-সড়কীসহ বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আলীর্বদি মন্ডল, রিপন মন্ডলসহ পিকনিক পার্টির লোকজনের উপর আক্রমন করে।

এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংর্ঘষে লিপ্ত হয়। দু’পক্ষের সংর্ঘষে আলীর্বদি মন্ডল গ্রুপের আবু নাসের (৪৫) মারাত্মক আহত হয়। আহত আবু নাসের মারাত্মক জখম হওয়ায় তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে অবস্থার বেগতিক দেখে তাকে ঢাকামেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলে দুপুরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে গ্রামের মহিনুদ্দীন মন্ডলের ছেলে ইনছান মন্ডল ও আলাউদ্দীন মন্ডলের ছেলে আমীর হামজা মন্ডল জানান। এছাড়া একই গ্রুপের বাবর আলী(৪৭), হেকমত আলী (৩২), খায়রুল মন্ডল (৩২), একরামুল (২৬) ও আলী হোসেন (২৩) আহত হয়। অপর দিকে রাজু বিশ্বাস গ্রুপের শুকুর আলী (২৭), ইকবাল বিশ্বাস (২৫), হামিদ বিশ্বাস (৪৭), আবু তালেব (৫০) ও ইসলাম বিশ্বাস (৪৭)সহ ১৬ জন আহত হয়। এবং বাকীদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সংর্ঘষে একখানা মটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে। গ্রামে বর্তমান পুলিশ মোতায়েন রয়েছে।

শালিখা থানার ওসি তরীকুল ইসলাম জানান- সংঘর্ষে আহত আবু নাসের নামের এক ব্যক্তি নিহত হয়েছে।তবে, সংর্ঘষের সংবাদ পেয়ে সাথে-সাথেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। তবে এখনও মামলা দায়ের হয়নি।

(ডিসি/এসপি/এপ্রিল ১৬, ২০১৯)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test