E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বামনায় মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, গ্রেফতার ১

২০১৪ জুলাই ২৫ ১৩:০৪:৪৪
বামনায় মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, গ্রেফতার ১

বরগুনা প্রতিনিধি : বরগুনার বামনায় নবম শ্রেনীতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে বামনা থানা পুলিশ। আটককৃত যুবক উপজেলার লক্ষ্মিপূড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে মো. সোহেল(২২)।

মামলার সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই রবিবার সকালে লক্ষ্মিপূড়া গ্রামের মো. সোহেল একই গ্রামের আশ্রাব আলীর নবম শ্রেনীতে পড়ুয়া কন্যা মোসা. তানিয়া আক্তার(১৪)কে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় বামনা থানা পুলিশকে অবহিত করলে এস.আই মো. ওয়াজেদ বাদী হয়ে চার জনকে আসামী করে বামনা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন, মো. সোহেল(২২), মো. রফিক(২৫), জালাল আহম্মেদ(৫০) ও রওশানআরা বেগম(৪০)। থানা পুলিশ ওই দিন রাতে মামলায় অপহরণের ১নং আসামী সোহেল ও তার বড়ভাই রফিককে গ্রেফতার করলেও পরে রফিককে ছেড়ে দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, অপহরণকারী সোহেলের সাথে ওই মাদ্রাসা ছাত্রীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পরিণয়ে তারা উভয়েই এক সঙ্গে ঘর ছাড়ে। এ ঘটনায় দুই পরিবার উপজেলা পরিষদের চেয়ারম্যানকে জানালে তিনি ছেলেমেয়েকে উদ্ধার করে তার বাসভবনে নিয়ে আসে। পরে উভয় পক্ষ রবিবার রাতে সালিশ মিমাংসার জন্য তার কাছে আসলে তিনি উভয় পরিবারকে বিষয়টি মিটিয়ে নেওয়ার পরামর্শ দেন। প্রথমে তারা দুই পরিবার মিললেও পরে মেয়ের বাবা বামনা থানায় বিষয়টি জানালে এস.আই ওয়াজেদ বাদি হয়ে একটি মামলা করে সোহেলকে গ্রেফতার করে।

এ ব্যাপারে অপহৃত তানিয়া আক্তার বলেন, আমি ওই ছেলেকে ভালবাসি আমি ওর সাথে নিজের ইচ্ছায় ঘর ছেড়েছি। আমার পরিবার আমাকে মানসিক চাপ প্রয়োগ করছে। আমাদের আলাদা করলে আমরা এই পৃথিবীতে থাকবোনা।

এ ব্যাপারে স্থানীয় উপজেলা পরিষরে চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা বলেন, ছেলে মেয়েকে আমি উদ্ধার করে নিয়ে দুই পরিবারকে বিষয়টি মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছি। ছেলে মেয়ের বিবাহের বয়স না হওয়া সত্ত্বেও তাদের আত্মহত্যার হুমকিতে আমরা শকিংত হয়ে মেয়ের বাবাকে তাদের সম্পর্কটি মেনে নেওয়ার জন্য বলেছি। দুজনের বয়স পূর্ণ হলে বিবাহ রেজিষ্ট্রি করার পরার্মশ দিয়েছি।

এ বিষয়ে মামলার বাদী এসআই ওয়াজেদ বলেন, গ্রেফতারকৃত সোহেল অপ্রাপ্তবয়স্ক ওই মেয়েটিকে কৌশলে অপহরণ করে। মেয়ের বাবা আমাদের কাছে অভিযোগ করায় পুলিশ অপহরণকারীকে গ্রেফতার করে শুক্রবার সকালে বরগুনা জেল হাজতে পাঠিয়েছে।

(এমএইচ/জেএ/জুলাই ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test