E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জকিগঞ্জ স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়

২০১৯ এপ্রিল ১৭ ১৭:২৭:৪৬
জকিগঞ্জ স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি : স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে বুধবার গণ সচেতনামূলক র‌্যালি ও সংবাদকর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মেহেদী সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ডা. আব্দুল আহাদ, ডা. খালেদ আহমদ, স্বাস্থ্য পরিদর্শক সঞ্জয় চন্দ্র নাথ, সহকারী পরিদর্শক রাশবিহারী বিশ্বাস, প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, সদস্য এম. আব্দুল্লাহ আল মামুন, আল হাছিব তাপাদার, অমর আহমদ প্রমূখ।

বক্তারা বলেন, জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫১ শয্যার একটি ভবন ইতিপূর্বে উদ্বোধন হলেও হাসপাতালটির কার্যক্রম রয়ে গেছে এখনো ৩১ শয্যায়। প্রতিদিন বহি বিভাগে ৩০০ থেকে ৪০০ রোগী দেখা ছাড়াও অন্তবিভাগে ভর্তি থাকেন ৫০ থেকে ৬০ জন রোগী। ডাক্তারের ১১টি পদের বিপরীতে রয়েছেন মাত্র ৩ জন। ৫ জন পরিচ্ছন্নতা কর্মীর বিপরীতে আছেন ২জন। ৩টি এম্বুলেন্সের প্রয়োজন থাকলেও আছে মাত্র ১টি। ল্যাব টেকনোলজিস্টের ২টি পদও শূণ্য। এত স্বল্প সংখ্যক লোক দিয়ে হাসপাতালের সেবা কার্যক্রম সঠিকভাবে চালানো প্রায় অসম্ভব। বক্তারা ৫১ শয্যার হাসপাতালের প্রশাসনিক অনুমোদনসহ লোকবল নিয়োগের দাবী জানান।

(এসপি/এসপি/এপ্রিল ১৭, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test