E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন

২০১৪ জুলাই ২৫ ১৩:২৯:১৯
ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন

শেরপুর প্রতিনিধি : শেরপুরে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের আগ্রাসন ও নারী-শিশু হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় শহরের নিউমার্কেট মোড়ের শহীদ আব্দুর রশিদ চত্বরে ‘সন্ত্রাস ও আগ্রাসন বিরোধী মঞ্চ’ এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন থেকে ইসরাইলী পণ্য বর্জনের ঘোষণা দেওয়া হয়।

এ মানববন্ধন র্কমসূচীর সাথে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ সহকারী শিক্ষক ফোরাম, শেরপুর জেলা শাখা, উদীচী, পাতাবাহার খেলাঘর আসর, ছাত্রবন্ধু পরিষদ, বিপ্লবী রবি নিয়োগি সভাকক্ষ, প্রথম আলো বন্ধুসভা, কবি সংঘ, সাতরং, হকার্স সমিতি, প্রেসক্লাব, ডিবেটিং সোসাইটি, ছাত্রবন্ধু পরিষদ, মানবাধিকার কমিশন, রংধনু, রুপান্তর নাট্যগোষ্ঠি, নবারুণ পাবলিক স্কুল, আব্দুর রশিদ কমার্স কলেজ, কনফিডেন্স ক্যাডেট কেয়ার হোমসহ জেলার ১৮ টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এ মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট প্রদীপ দে কৃষ্ণ, সংস্কৃতি কর্মী কমল চক্রবর্তী, কবি তালাত মাহমুদ, শিক্ষাবিদ আবুল কালাম আজাদ, শিক্ষক সাইফুল ইসলাম রানু, ডা. আব্দুস সালাম, সাংবাদিক সাবিহা জামান শাপলা প্রমুখ। বক্তারা এসময় ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে সারা বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হয়ে বর্বর গণহত্যা বন্ধে জাতিসংঘকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এছাড়া বাংলদেশে সরকারের প্রতি ফিলিস্তিনিদের জন্য নিরাপত্তা ক্যাম্প খোলারও আহ্বান জানানো হয়।

(এইচবি/জেএ/জুলাই ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test