E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঠাকুরগাঁওয়ে পুকুর খুড়তেই বেড়িয়ে এলো বিষ্ণুমুর্তি!

২০১৯ এপ্রিল ১৮ ২২:৫৫:৪৫
ঠাকুরগাঁওয়ে পুকুর খুড়তেই বেড়িয়ে এলো বিষ্ণুমুর্তি!

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের শতবর্ষী মলানাীদীঘি খননকালে মূল্যবান পাথরের ২টি বিষ্ণুমুর্তি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার(১৮ এপ্রিল) বিকেলে পুকুর খননকালে এ মুর্তি দুটি উদ্ধার করা হয়।

উপজেলা মৎস্য অফিস কর্তৃক ঐ দিঘী খনন কালে মলানাীদীঘি গুচ্ছগ্রামের সভাপতি মজিবর রহমানের সংবাদের ভিত্তিতে সহকারি কমিশনার (ভুমি) সোহাগ চন্দ্র সাহা ও ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা জাহিরুল ইসলাম পুলিশের সহায়তায় মুর্তি দুটি উদ্ধার করেন।

মুর্তি দুটির মধ্যে একটি মুর্তির উচ্চতা ৪ফুট, প্রস্থ ১.০৭ইঞ্চি, ওজন ১০৩ কেজি ৭০০ গ্রাম। অপর মুর্তিটির উচ্চতা ১ফুট ৬ইঞ্চি, প্রস্থ ১ ফুট, ওজন ১৩ কেজি ৪৫০ গ্রাম।

একই সাথে একটি মুর্তির খন্ডাংশও পাওয়া যায়, যার উচ্চতা ৬ইঞ্চি প্রস্থ ৫ইঞ্চি ওজন ১ কেজি ১৬০ গ্রাম।

উদ্ধারকৃত মুর্তিগুলো জেলা প্রশাসকের ট্রেজারিতে সংরক্ষণ করা হবে মর্মে জানিয়েছেন সহ-কমিশনার (ভুমি) সোহাগ চন্দ্র সাহা।

এদিকে পুরাতন পুকুর খননকালে মুর্তি উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা মুর্তিগুলো এক পলক দেখতে ভূমি অফিসে ভীড় জমান।

(এফআইআর/এসপি/এপ্রিল ১৮, ২০১৯)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test