E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সুন্দরবনের প্রতিটি টহল ফাঁড়িতে ইকো ট্যুরিজমের ব্যবস্থা হচ্ছে’

২০১৯ এপ্রিল ১৯ ১৪:৩৭:৪৮
‘সুন্দরবনের প্রতিটি টহল ফাঁড়িতে ইকো ট্যুরিজমের ব্যবস্থা হচ্ছে’

বাগেরহাট প্রতিনিধি : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি বলেছেন, সুন্দরবনের মধ্যে মোংলা বন্দরের জাহাজ থেকে বর্জ্য ফেলা হচ্ছে। এতে নদী দূষণের ফলে জলজ প্রাণীর ক্ষতি হচ্ছে। জোয়ারের সময় এসকল বর্জ্য লোকালয়ে এসে দূষণ করছে। সুন্দরবনের প্রতিটি টহল ফাঁড়িতে ইকো ট্যুরিজমের ব্যবস্থা করা হচ্ছে। আজ শুত্রবার সকালে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে স্বাস্থ্য সেবা সপ্তাহের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ডা. রুস্তম আলী, ড. রাফিউল হাসান, ডা. মশিউল আজম প্রমুখ
প্রধান অতিথির বক্তৃতায় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার আরও বলেন কমিউনিটি ক্লিনিক এবং পরিবার কল্যান কেন্দ্রের মাধ্যমে সরকার স্বাস্থ্য সেবা জনগনের দোর গোড়ায় পৌছে দিয়েছে।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, চিকিৎসক, সাংবাদিক, নার্স, সেবা গ্রহীতা ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণীপেশার কয়েকশো মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে স্বাস্থ্যসেবা উপলক্ষে একটি র‌্যালী মোংলা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল চত্বরে এসে শেষ হয়।

(এসকেপি/এসপি/এপ্রিল ১৯, ২০১৯)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test