E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রানীশংকৈল ইউএনও অফিসে জনবল সংকট

২০১৯ এপ্রিল ২০ ১৭:২০:০২
রানীশংকৈল ইউএনও অফিসে জনবল সংকট

রানীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি : ঠাকুরগাওয়ের রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে জনবল সংকট কার্যক্রম চালাতে চরম ব্যঘাত ঘটছে বলে জানান ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা রফিকুল আলম।

ইউএনও অফিস সুত্রে জানা যায়,অফিসের মোট মঞ্জুরীকৃত পদের সংখ্যা ১৬টি এতে কর্মরত রয়েছে মাত্র ৯টি। বর্তমানে ইউএনও অফিসে অফিস সহকারী হিসাব সহকারী ডুল্পি মেশিন সহকারী। অফিস সহায়ক নৈশ্য প্রহরী ঝাড়–দার দুইজনের মধ্যে একজন কর্মরত রয়েছেন। অপরদিকে শুন্য পদ রয়েছে অফিস সুপার সিএ ষ্টেনোটাইপিষ্ট দপ্তরী জারী কারক দুইটি পদের ২টি। এবং নৈশ্য প্রহরী একজন ও ঝাড়ুদার একজন।

প্রশাসনিক কর্মকর্তা রফিকুল আলম বলেন, জনবল সংকটের কারণে আমাদের বিভিন্ন কার্যক্রমে চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে। কারণ ১৬জনের কাজ নয়জন দিয়ে চালাতে হচ্ছে। ইউএনও অফিসের অনেক কাজ জনবল সংকটের অভাবে অনেক কাজ সময় মত শেষ করা যায় না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদা বলেন,জনবল সংকটের অভাবে আমি অনেক কাজ সময় মত করিয়ে নিতে পারছি না। আমার কার্যালয়ে অতি শিগগির জনবল যেন দেওয়া হয় । তা আমি উর্দ্বতন কর্তপক্ষের নিকট অনুরোধ জানাবো বলে তিনি মন্তব্য করেন।

(কেএ/এসপি/এপ্রিল ২০, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test