E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ

২০১৯ এপ্রিল ২২ ১৮:১৭:১৯
চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল হামিদ মাষ্টার, ভাইস চেয়ারম্যান মো. ইছাহক আলী মানিক ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন রবিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহন করেছেন। এ উপলক্ষ্যে চাটমোহর উপজেলা পরিষদ সভাকক্ষে এক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

এ সমন্বয় সভায় পাবনা-৩ এলাকার এমপি আলহাজ¦ মোঃ মকবুল হোসেন, চাটমোহর উপজেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যান হাসাদুল ইসলাম হিরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ নাসীর উদ্দিন, পৌরসভার মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, বিদায়ী ভাইস চেয়ারম্যান নূরুল করিম আরজ খাঁন, বিদায়ী মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন, ইউপি চেয়ারম্যান আজাহার আলী, নূরুল ইসলাম, কামরুজ্জামান খোকন, নবীর উদ্দিন মোল্লা, আবু হানিফ, জাকির হোসেন, মকবুল হোসেন, রাশেদুল ইসলাম বকুল, মোহাম্মদ আলী, নজরুল ইসলাম, স্বাচিব সভাপতি ডাঃ মোঃ গোলজার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব এলাহী বিশু, বজলুল করিম খাকছার, জেলা পরিষদ সদস্য হেলাল উদ্দিন, সাইদুল ইসলাম পলাশ, কৃষক লীগ সভাপতি আব্দুল মান্নান মুন্নাফ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন, দৈনিক চলনবিল পত্রিকার সম্পাদক রকিবুর রহমান টুকুন, দৈনিক আমাদের বড়াল পত্রিকা সম্পাদক হেলালুর রহমান জুয়েল, সমকাল প্রতিনিধি ও সাপ্তাহিক বাঁশপত্র পত্রিকার সম্পাদক শামীম হাসান মিলন, অনাবিল সংবাদ পত্রিকার সম্পাদক প্রভাষক ইকবাল কবীর রনজু, উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী বৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভা শেষে পাবনা-৩ এলাকার এমপি আলহাজ¦ মোঃ মকবুল হোসেনসহ সভায় আগতরা বিদায়ী চেয়ারম্যান হাসাদুল ইসলাম হিরা, ভাইস চেয়ারম্যান নূরুল করিম আরজ খাঁন ও মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুনকে বিদায় জানান এবং নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ আব্দুল হামিদ মাষ্টার, ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীনকে ও স্ব-স্ব আসনে বসিয়ে সঠিক দায়িত্ব পালনের আহবান জানান।

(এস/এসপি/এপ্রিল ২২, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test