E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নবীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

২০১৯ এপ্রিল ২৩ ১৬:২৯:০১
নবীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

নবীগঞ্জ প্রতিনিধি : ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন” এই প্রতিপাদ্য নিয়ে নবীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০ উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামন থেকে বর্ণাঢ্য র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালীতে অংশগ্রহন করেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শাহনেওয়াজ মিলাদ গাজী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. গতি গবিন্দ দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা, পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুস সামাদ, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম তালুকদার, ইউপি চেয়ারম্যান এড. জাবেদ আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদৎ হোসেন, নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, ডাঃ সাইফুর রহমান সাগর, ডাঃ ইমরান আহমেদ, ডাঃ নাজিয়া তাসনিম, মেডিকেল টেকনোলজিষ্ট ইপিআই অজিত কুমার দাশ প্রমুখ।

পরে স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসয়য় অতিথিবৃন্দ বলেন, আমরা দারিদ্র্যতা কমিয়ে আনতে চাই, দারিদ্র্যতা কমলে পুষ্টিহীনতা কমবে। নিয়মিত শাক-সবজি, ফলমূলসহ সুষম খাবার খেলে পুষ্টি বাড়বে এবং তেল, চিনি, লবণ কম খাওয়ার জন্য আহবান জানানো হয়।

(এমআরএম/এসপি/এপ্রিল ২৩, ২০১৯)




পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test